![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে জখম : গ্রেফতার-১
মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে জখম : গ্রেফতার-১
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বাদুরতলা গ্রামে বসতবাড়ির সিমানা নিয়ে বিরোধে খবির উদ্দিন শেখ (৮০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে পতিপক্ষরা।
এ ঘটনায় পুলিশ লতিফ শেখের পুত্র জহির শেখ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
মামলার সূত্রে জানাগেছে, গত সোমবার বিকেলে সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের খবির উদ্দিন শেখের বসতবাড়ির সিমানায় জোরপূর্বক মাটি কাটা শুরু করলে তাদেরকে বাড়ির মালিক বাঁধা দিলে প্রতিবেশী আব্দুল লতিফ শেখ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল খবির উদ্দিনকে মারপিট ও ধারালো অস্ত্র দিলে রক্তাক্ত জখম করে।
এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন জখমী অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত খবির উদ্দিনের ছেলে মোস্তফা শেখ বাদি হয়ে আব্দুল লতিফ শেখকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এ সর্ম্পকে থানা অফিসার ইনর্চাজ কেএম আজিজুল ইসলাম জানান, এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।