![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলা » নানিয়াচরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপনী
নানিয়াচরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপনী
ক্রীড়া প্রতিনিধি :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নানিয়ারচর উপজেলা সদরে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে গত ১৪ জানুয়ারি থেকে চলিত মাসের ১১ ফেব্রুয়ারি মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপন করা হয়েছে। ভলিবল প্রক্ষিনার্থীদের ভলিবল খেলার দক্ষতা নিরূপন ও প্রতিভা যাচাই করনের লক্ষ্যে গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠে প্রাণবন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রশিণোত্তর এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় স্থানীয় নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রতিযাগীদল রানার্স-আপ ট্রফি এবং বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় ০২-০১ সেটে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন বিজয়ী ট্রফি লাভ করেছে। উক্ত মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে মোট ৩০ জন আগ্রহী ভলিবল প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে এবং এর মধ্য থেকে ২০ জন সফল ভলিবল প্রশিক্ষার্থী ভলিবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও বিজয়ী প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি পুরস্কার বিতরন করেছেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা,নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ঝিল্লুর রহমান,নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভলিবল প্রশিক্ষক ও রেফারী কৃতিরাজ খীসা (ঝিনুক) এ মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন।