শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবাসী সংগঠক আবদুল আলিম বিশ্বনাথে সংবর্ধিত
প্রবাসী সংগঠক আবদুল আলিম বিশ্বনাথে সংবর্ধিত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ সোস্যাল ক্লাব কবিন্ট্রি ইউকের সাধারণ সম্পাদক আবদুল আলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোস্যাল ক্লাব কবিন্ট্রি ইউকের সাধারণ সম্পাদক আবদুল আলিম।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার আহমদ।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসী ও বিত্তবানরা খেলাধুলার পৃষ্ঠপোষকতায় আরো বেশি করে এগিয়ে আসলে ক্রীড়াঙ্গনের ঐতিহ্য আবার ফিরে আসবে। ছাত্র-যুব সমাজ ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত থাকলে অপরাধমূলক তথা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে সমাজে যে ভ্রাতৃত্বরোধ সৃষ্টি করে তাতে বহাল থাকে শান্তি।
এসময় উপস্থিত ছিলেন মনিংস্টার একাডেমির প্রিন্সিপাল সায়েফ আহমদ সায়েক, ইউকে ইন্সটিটিউটের শিক্ষক সিতাব আলী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, জুয়েল আহমদ, বর্তমান প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহ ক্রীড়া সম্পাদক মুহিত আহমেদ, সংগঠক হাবিবুর রহমান, ক্রীড়া সংগঠক সুহেল আহমদ, রফিকুল ইসলাম, বিজয় চন্দ প্রমুখ।
বিশ্বনাথের মাহনপুরে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মোহাম্মদপুর প্রকাশিত মাহনপুর গ্রামস্থ শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়ায় বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৫টায় শ্রীমদ্ভাগতবতগীতা পাঠের মাধ্যমে নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়ে রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে সম্পন্ন হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) ব্রাক্ষমুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশিত হবে। আর দুপুর ২টা থেকে বিতরণ করা হবে মহাপ্রসাদ।
মহানাম ও লীলা সংকীর্ত্তনে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত মিন্টু সরকার (শ্রীশ্রী কানুপ্রিয়া সম্প্রদায়, দিরাই-সুনামগঞ্জ), শ্রীযুক্ত রুপম ধর (শ্রীশ্রী গোপাল সংঘ, বালাগঞ্জ-সিলেট), শ্রীযুক্ত মুক্তপদ দাস (হরিভক্ত সম্প্রদায়, দিরাই-সুনামগঞ্জ), শ্রীযুক্ত হরিমন দাস (ছোট হরিমন, শ্রীশ্রী বৈষ্ণব সংঘ, কানাইঘাট-সিলেট)।
অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগৌবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সকল দপ্তরসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দের পক্ষে শ্রীযুক্ত সনাতন দাস বৈষ্ণব।
সিলেট বইমেলায় আহমদ আলী হিরণের প্রথম কাব্য গ্রন্থ ‘ময়াবী অন্ধকার’র মোড়ক উন্মোচন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট বইমেলায় তরুন লেখক আলী আহমেদ হিরণের প্রথম কাব্য গ্রন্থ ‘ময়াবী অন্ধকার’র মোড়ক উন্মোচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে সিলেট প্রথম আলো বন্ধুসভার আয়োজিত সিলেট বইমেলায় এই বইয়ের মোড়ক উন্মোচন হয়।
এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা) ও দৈনিক শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক খালেদ উদ-দীন, কবি ও ছড়াকার এখলাছুর রহমান, গল্পকার জিম হামযাহ। পুরো অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউটিউব ভিত্তিক টেলিভিশন ‘লালশির ভিটি’র উপস্থাপক আহমাদ সালেহ।
প্রসঙ্গত- হিরন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকার বাসিন্দা। তিনি সিলেটের অনলাইন গনমাধ্যম ‘জাগো সিলেট ডট নিউজ’ এর বিশ্বনাথ সংবাদদাতা হিসেবে কাজ করছেন। পাশাপাশি দৈনিক জনতা, দৈনিক জৈন্তাবার্তা, বিশ্বনাথবিডি২৪ডটকমের কর্মরত রয়েছেন।
আহমদ আলী হিরন জানান, তাঁর লেখা বইটিতে স্থান পেয়েছে দেশ প্রেম ও মা মাটি আর মানুষের কথা। বইটির মূল্য ১৫০টাকা।
দেড় যুগ পর নতুন কমিটি পেল বিশ্বনাথের তিনটি ইউনিয়ন
বিশ্বনাথ প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে উপজেলার ছাত্রলীগের কমিটি অনুমোদনের প্রায় দেড় বছর পর শুরু হয়েছে ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম। ১৩ ফেব্রুয়ারী শুরু হওয়া ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮ বছর পর উপজেলার লামাকাজী ইউনিয়ন, প্রায় ১৭ বছর পর দৌলতপুর ইউনিয়ন ও প্রায় ১৬ বছর পর দেওকলস ইউনিয়ন ছাত্রলীগ পেয়েছে নতুন নেতৃত্ব।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লামাকাজী ও দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণ্যাঙ্গ কমিটি এবং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন করেন। নতুন অনুমোদিত কমিটির দায়িত্বশীলরা হলেন-
লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ ঃ সভাপতি তাজগীর আহমদ ইমন, সহ সভাপতি আকমল হোসাইন, বদরুল রশিদ বকুল, দুলাল আহমদ, জুবায়ের আহমদ, নোমান আহমদ শাহীন, ফয়ছল আমীন, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক তাওহিদুল ইসলাম সায়েম, আবু তাহের মিছবাহ, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুসারত আল মাহদী, আবু বক্কর, আরজ আলী জাবেদ।
দেওকলস ইউনিয়ন ছাত্রলীগ ; সভাপতি সায়মন আহমদ, সহ সভাপতি মাহবুব আহমদ, জুনেদ মিয়া, ফরহাদ আহমদ, আবদুল মুকিদ, রাকু মালাকার, শাহীন আহমদ, শাহরিয়ার আলম, সাধারণ সম্পাদক শাকিল আহমদ ফাহিম, যুগ্ম সম্পাদক ইমাদুল ইসলাম, রিপন আহমদ, অমি খান, হানিফুর রহমান সাহেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, নূরুল আমীন তুহিন, রহমত আলী, এনামুল হাসান, সাব্বির আহমদ, তুষার পাল।
দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ ঃ আহবায়ক আক্তার হোসেন শেখ, যুগ্ম আহবায়ক তানভির আহমদ, আবদুল কাইয়ুম, আবুল হোসেন, আলমগীর হোসেন, তোফায়েল আহমদ তুহিন, এনামুল হক, আবদুল আজিজ, রুহেল আহমদ, হাফিজুর রহমান, সদস্য রায়হান আহমদ, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, মামুন আহমদ, আরিফুল হক, জাকারিয়া হোসেন, সাহাব উদ্দিন নাজেল, তারেক আহমদ, সাহেদ আলম, আল-আমিন আহমদ, রনি খান, মাছুম আহমদ, লিটন আহমদ, তাহমিদ আহমদ।