শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিহত-৫ : নিখোঁজ-৩
কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিহত-৫ : নিখোঁজ-৩
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত নৌকায় করে শুভলং ঝর্ণা হয়ে রাঙামাটি ডিসি বাংলোর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নৌকাটি উল্টে ডুবে গিয়ে ৫জন নারী নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
জানা গেছে,নিহতরা চট্টগ্রামের ইপিজেড থেকে গিয়েছিল এবং তারা তারা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী।
রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনায় পর্যন্ত হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। জীবিত উদ্ধার এক শিশুকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, রাঙামাটি কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত নৌকা ডুবে পাঁচজন নিহত হয়েছেন।
কাপ্তাই হ্রদে নিহতদের মধ্যে রিনা (১৬), শিলা (২৬), আসমা (৩০) নামে তিনজন নারীর নাম জানা গেলেও অপর দুইজনের নাম এখনো জানা যায়নি।
নিহতদের লাশ রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপরদিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) পিকনিকের একটি নৌকা ডুবে গেছে।
কাপ্তাইয়ে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর জেনেছি এবং সেখানে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান।
নিখোঁজ তিনজন হলেন- বিনয় (৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)।তাছাড়া ওই নৌকার অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।