সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা দাবী আদায়ের লক্ষ্যে প্রশিক্ষন বর্জন করেছে
নবীগঞ্জে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা দাবী আদায়ের লক্ষ্যে প্রশিক্ষন বর্জন করেছে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন এর আজ সোমবার সকালে প্রশিক্ষন বর্জন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মতার কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী ২৯শে ফেব্রুয়ারী তারিখের জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যম্পেইন সফল করার জন্য নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষন দেওয়ার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রবিবার সকাল ৯ টায় আসার নির্দেশ প্রদান করা হয়। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যথাসময়ে সকল স্বাস্থ্য সহকারীগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। স্বাস্থ্য সহকারীগন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ মহোদয়ের সাথে দেখা করে তাদের কেন্দ্রীয় ঘোষিত দাবীর কথা উল্লেখ করেন এবং প্রশিক্ষন বর্জন করেন। এছাড়া কর্মসুচী অনুযায়ী কেন্দ্রীয় দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা জাতীয় হাম-রুবেলা কার্যক্রমের প্রশিক্ষনসহ কোন কার্যক্রমে অংশগ্রহন করিবেন না এবং আগামী ২০শে ফেব্রুয়ারী তারিখের মধ্যে ১৪তম গ্রেডের জি.ও এবং ইনসার্ভিস প্রশিক্ষন পরবর্তীতে ১১তম গেডে উন্নীত করনের ঘোষনা না আসলে জাতীয় গুরুত্বপূর্ন ইপিআই কার্যক্রমসহ যাবতীয় কার্যক্রম বন্ধের ঘোষনা দেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ উর্ধ্বতন সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি দাবী আদায়ের সহযোগীতা চেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত জাতীয় হাম-রুবেলা কার্যক্রমের প্রশিক্ষন বর্জন করে স্বাস্থ্য সহকারীগন তাদের মাসিক অগ্রিম কর্মসুচী অনুযায়ী প্রত্যেকের স্ব-স্ব কর্ম এলাকায় কাজে ফিরে যান।
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুষেন দাশের পরলোক গমন রাষ্ট্রীয় মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুষেন চন্দ্র দাশ(৭০) আর নেই। তিনি গতকাল রবিবার রাতে সিলেটস্থ বাসায় শ্বাসকষ্ট রোগজনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র,২কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরদেহ সিলেট থেকে আসার পর নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার দেওয়ার পর পারিবারিক শ্মশানঘাটে শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হবে।
নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কমিউনিটি লিডারশীপদের মতবিনিময় ও সংবর্ধনা সভা
নবীগঞ্জ :: নবীগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় মতবিনিময় ও সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবির্ধত ব্যাক্তিত্ব নিউক্যাসেল বাংলাদেশী এসোসিয়েশন এর চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ডিরেক্টর মাহতাব মিয়া, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এর সাবেক সভাপতি ও নর্থইষ্ট রিজন ইউকের সাবেক চেয়ারম্যান মাহবুব নুরুল ইসলাম, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চুনু, নবীগঞ্জ এডুকেশন ট্রাস ইউকের সহ সভাপতি আবু সুফিয়ান, যুক্তরাজ্য প্রবাসী হাছাদ মিয়া। এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, আলাউর রহমান ঠাকুর,,এমএ আহমদ আজাদ, মুরাদ আহমদ,সাবেক সাধারণ সম্পাদক এমএ বাছিত, হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী, শাহ সুলতান আহমেদ, সলিল বরন দাশ, মো সাদিকুল ইসলাম, নুরুজ্জামান ফারুকী, হাবিবুর রহমান শামীম,মহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ।
এ সময় সংবধিত্ব ব্যাক্তিগন তাদের বক্তব্যে বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের জন্য ভূমি ক্রয় এবং ভবন নির্মাণে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মত বিনিময় সভা শেষে সংবধিত্ব ব্যাক্তিদয়কে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।