মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » উপ-নির্বাচন : গাইবান্ধা-৩ আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
উপ-নির্বাচন : গাইবান্ধা-৩ আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পলাশবাড়ি উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।
নির্বাচনের তফসিল অনুযায়ি রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ ১৯ ফেব্র“য়ারি ২০২০ বুধবার। মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্র“য়ারি রোববার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্র“য়ারি শনিবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ ২০২০ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ি পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।