![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলা » কাপ্তাই উপজেলায় মাসব্যাপি মহিলা ফুটবল প্রশিক্ষণ শুরু
কাপ্তাই উপজেলায় মাসব্যাপি মহিলা ফুটবল প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিনিধি :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে গতকল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কাপ্তাই উপজেলা স্টেডিয়ামে স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে এক মাসব্যাপি ফুটবল খেলার প্রশিক্ষণ শুভ উদ্বোধনী মধ্য দিয়ে শূরু হয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১ জন আগ্রহী স্কুল ছাত্রী প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেেেছ। সভাপতি বক্তব্যে মাসব্যাপি ফুটবল খেলার প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরে করণীয় পরামর্শাদি প্রদান করেছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমা। প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বহু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এ মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ প্রদান করবেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু ।