বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুমারখালীর গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলন
কুমারখালীর গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলন
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীতে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। যার ফলে সরকার হারাচ্ছে লক্ষাধিক টাকার রাজস্ব। কুষ্টিয়ায় বালু উত্তোলনের ইজারা দীর্ঘ ১০ বছর বন্ধ থাকলেও বন্ধ নেই অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে কুমারখালীর গড়াই নদী থেকে বালু উত্তোলন করছে বালুখেকোরা। যার ফলে, গড়াই নদীর উপরে নির্মিত কুষ্টিয়া-কুমারখালীর একমাত্র সংযোগ সেতুটি হুমকির সম্মুখীন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া কুমারখালীর গড়াই নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ড্রাম ট্রাক ও অবৈধ ট্রলির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটা সহ রাস্তাঘাট নির্মান কাজে। ট্রাক প্রতি বালু বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকা করে। প্রতিদিন গড়াই নদী থেকে প্রায় এক থেকে দেড়শ ট্রাক বালু সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। যার আনুমানিক মূল্য হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা। আর এই টাকা ভাগ-বাটোয়ারা হয়ে চলে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীদের পকেটে। যার ফলে সরকার হারাচ্ছে লক্ষাধিক টাকার রাজস্ব। বালু উত্তোলনকারী শ্রমিকরা জানায়, স্থানীয় সাংসদের ভাগনি পরিচয়দানকারী সুমন নামের এক ব্যাক্তির মাধ্যমেই উত্তোলন করা হচ্ছে বালু। তারা আরো বলেন, উত্তোলন করা বালু ড্রাম ট্রাক ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। তবে এবিষয়ে তারা আর বেশী কিছু বলতে পারবে না বলে জানায়। বালু পরিবহনে নিয়োজিত ড্রাইভাররা জানায়, প্রতিদিন এখান থেকে ১থেকে দেড়শ ট্রাক বালু যায় জেলার বিভিন্ন স্থানে।
এ বিষয়ে স্থানীয় সাংসদের ভাগ্নে পরিচয়দানকারী সুমন বলেন, স্থানীয় এমপি ও প্রশাসনকে জানিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। তবে যে পরিমান উত্তোলনের কথা ছিলো তার থেকে বেশী উত্তোলন করা হচ্ছে বলে জানান। তিনি আরো বলেন, বালু উত্তোলনের ফলে এ অঞ্চলের কিছু বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফলে এটাকে আমি অবৈধ বলে মনে করছি না।
এ বিষয়ে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানায়, বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে, তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।