বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে পুষ্টি বিষয়ক কর্মশালা
মহালছড়িতে পুষ্টি বিষয়ক কর্মশালা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত লীন প্রকল্পের সহযোগিতায় পুষ্টি সমন্বয় কমিটি এবং বেসরকারী সেবা কেন্দ্রের লিংকেজ প্রতিষ্ঠাকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারী বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন , মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডা: ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা, মহালছড়ি উপজেলা লীন প্রকল্প সমন্বয়ক জয় মোহন চাকমা, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আলোচকবৃন্দ পুষ্টি বিষয়ে ব্যাপক আলোচনা করেন এবং পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে সকলের প্রতি আহবান জানান।