বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা
নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিশ্বজিত কুমার পাল এবংপৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অংশ নেয়। অভিযান পরিচালনার সময় শহরে অবৈধভাবে যত্রতত্র স্থানে টমটম, সিএনজি, ট্রাক পার্কিং করে রাখা, ফুটপাতে দোকান বসানোর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও রাস্তার উপওে রাখা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এদিকে ডাকবাংলো সড়কে মাছ বাজারের ঘাটলায় অবৈধ ভাবে বসানো টং দোকান তোলে নেয়ার জন্য ২৪ ঘন্টার সময় দেন ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ। তারা শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলতে উক্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
নবীগঞ্জে ১টি চোরাই গরু আটক করেছে পুলিশ গরু চোর অধরা
নবীগঞ্জ :: নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই গরু আটক করে স্থানীয় লোকের কাছে জিম্মায় রেখেছেন। তবে সুচতুর গরু চোর রয়েছে অধরা।
স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল দেব এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবপাড়া ইউপির লতিফপুর (হোসেনপুর) গ্রামের আহাদ মিয়া ওরপে মইন্না’র বাড়ি থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়। পরে স্থানীয় কমলা মিয়া নামের এক মুরুব্বীর জিম্মায় গরুটি রাখা হয়। ওই বাড়িতে সন্দেহ জনক আরও ৩টি গরু পুলিশকে অবগত না করে বিক্রি করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির চানপুর গ্রামের দাগী চোর উক্ত আশ্রয়দাতা আহাদ মিয়ার আত্মীয় দুলাল মিয়া নামের এক যুবক গরুটি নিয়ে লতিফপুর গ্রামে রাখে। স্থানীয় লোকজনের নজরে আসলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে গরুটি জব্দ করে স্থানীয় সমাজপতি কমলা মিয়ার জিম্মায় গরুটি রাখা হয়। তবে গরু চোর রয়েছে ধরা ছোয়ার বাহিরে।