বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে থিয়েটারের আলপনা অলংকরণ
বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে থিয়েটারের আলপনা অলংকরণ
বিশ্বনাথ :: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে আলপনা অলংকরণ করা হয়েছে। একুশের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জিবীত করতে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ থিয়েটারের উদ্যোগে ‘আলপনায় একুশের চেতনা’ অলংকরণ করা হয়েছে।
আলপনা অলংকরণ পরিদর্শন করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্টা কবির আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম।
আলপনা অলংকরণ করেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক আরফাতুল হাসান মুহিন, সদস্য জুয়েল আহমদ, মাজহারুল ইসলাম, শফিক রুহিন, ফয়জুল ইসলাম, রশিদ আহমদ, ইসমাইল অপু, আবদুল হেকিম, পান্না বেগম।
বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বেবি কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ।
স্কুলের চেয়ারম্যান মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও শিক্ষক আখলাকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা মাহবুব মিয়া, বেবি কেয়ার স্কুলের ভাইস চেয়ারম্যান মির্জা গিয়াস, গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন আহমদ মেম্বার, সংগঠক ছবর আলী, জামাল আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, সংগঠক মাসুদ আহমদ, কবির উদ্দিন, নূরুল হক, আলী হোসেন, গোলাম কিবরিয়া জিয়া, নজরুল ইসলাম প্রিন্স, রুহেল আহমদ রাজা প্রমুখ।