মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে হাতি দিয়ে রমরমা চাঁদা বাজি
রাউজানে হাতি দিয়ে রমরমা চাঁদা বাজি
আমির হামজা. স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে হাতি দিয়ে নানা কৌশলে দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি চাঁদা আদায় করতে দেখা গিয়েছে এক যুবককে! তিনি বিশাল বড় এক হাতির ওপরে বসে রাউজানের সকল ব্যবসায়ীদের থেকে ১০ ও ২০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। এমন দৃশ্য চোখে পড়ে গত সোমবার সকালের দিকে রাউজানের অন্যতম ব্যস্ত জনপদ ফকিরহাট বাজারে এছাড়াও ওই দিন আরোও বেশকিছু বাজারে এই হাতির চাঁদাবাজির অভিযোগ মিলে। এবিষয়ে একজন ব্যবসায়ী জানিয়েছেন, প্রতি দোকান প্রতি দশ ও বিশ টাকা করে হাতিয়ে নিছে। তিনি আরোও অভিযোগ করে বলেন প্রায় সময়ে ওই লোকটি বিশাল আকৃতি হাতি নিয়ে বাজারে টাকা তুলেন। এসময় হাতির ভয়ে আর আমার নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য থাকি। এ প্রসঙ্গে জানতে চাইলে হাতির ওপরে বসা লোকটি জানান, এই বিশাল হাতির খাদ্য যোগান দিতে হাতি নিয়ে আমি প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা সংগ্রহ করছি। বিশেষ করে বর্তমান সময়ে যুগ পরির্বতন হওয়াতে মানুষ এখন আর ঐতিহ্যবাহি হাতির সার্কাস মানুষ তেমন একটা দেখতে চাইনা। আর সার্কাস বন্ধ হওয়ার কারণে আর্থিক সংকটে পড়েছি আমার। তাই তাদের খাওয়া যোগান দিতে হাতিকে নিয়ে বাজারে বাজারে টাকা সংগ্রহ করি। তবে স্থানীয় কিছু ব্যবসায়ী বলেছেন, এটা সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অন্যতম উপায়। এই বিশাল হাতি দেখে মানুষ ভয়ে যাতে টাকা দিতে বাধ্য হন। এই চাঁদাবাজি বন্ধের জোর প্রতিবাদ করেছেন ক্ষোব্দ ব্যবসায়ীরা।