বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ২৮ ফেব্রুয়ারি রাউজানে মহাসংঘদান, বৃত্তি প্রদান,স্মতিচারণ ও জ্ঞাতি সন্মেলন
২৮ ফেব্রুয়ারি রাউজানে মহাসংঘদান, বৃত্তি প্রদান,স্মতিচারণ ও জ্ঞাতি সন্মেলন
রাউজান :: আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার রাউজান উপজেলার পূর্ব গুজরা আধার মানিকের বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক, শিক্ষানুরাগী, পরোপকারী, শ্রদ্ধাবান উপাসক,গরীবের বন্ধু, অবসরপ্রাপ্ত সিঙ্গার কর্মকর্তা, দানশীল ব্যক্তিত্ব, দুলালরেণু শিক্ষাবৃত্তির পরিচালক প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি ও নির্বান সূখ কামনায় ২য় মৃত্যু বাষিকী উপলক্ষে উমেশ মাষ্টার বাড়ীর বৈজয়ন্তী বিহার মাঠ প্রাঙ্গণে অষ্টপরিষ্কারসহ সংঘদান, বৃত্তি প্রদান, স্মৃতিচারণ ও জ্ঞাতী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব শ্রীমৎ শ্রদ্ধেয় ভদন্ত রতনশ্রী মহাথের - সহ- উপ সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকেন শ্রীমৎ শ্রদ্ধেয় ভদন্ত সুনন্দ মহাথের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। বিশেষ অতিথি শ্রীনৎ ভদন্ত জ্ঞানানন্দ মহাথের সহ- সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উদ্বোধক হিসাবে উপস্হিত থাকেন শ্রীমৎ শ্রদ্ধেয় ভদন্ত সুমেধানন্দ মহাথের যুগ্ন মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সম্মানিত অতিথি শ্রীমৎ শ্রদ্ধেয় ভদন্ত সুমনাবংশ মহাথের সহ- সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ - রাউজান উপজেলা , সংবর্ধিত অতিথি শ্রীমৎ শ্রদ্ধেয় ভদন্ত দেবশ্রী মহাথের সহ-সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ - রাউজান উপজেলা। স্বাগত ভাষন প্রদান করবেন অধ্যাপক সজল কান্তি বড়ুয়া সভাপতি দুলালরেণু শিক্ষা বৃত্তি ট্রাষ্ট। উক্ত মৃত্যু বাষিকীতে আরোও উপস্হিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পণ্ডিত ভিক্ষুসংঘ, গ্রামের সজ্জন ব্যাক্তি, সাংবাদিক, ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত কর্মকর্তা বৃন্দ।