বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » সফল ফ্রিল্যান্সারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সফল ফ্রিল্যান্সার মিটআপ
সফল ফ্রিল্যান্সারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সফল ফ্রিল্যান্সার মিটআপ
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামী কাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর ঢাকা কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ১৫ তলায় বিকেল ৩টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত চলবে এই আয়োজন। বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি না হওয়ায়, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা। তাই বর্তমান সময়ে নিজের বক্তিগত পেশা বা পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংকে গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় ভাবছে বেশ অনেকেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পেশা হিসেবে দেশে এখনও ফ্রিল্যান্সিংকে স্বীকৃতি না দেওয়ায় ফ্রিল্যান্সিং শেখার জন্য সার্পোট মিলছে না পরিবার থেকে ও। একটি ভালোমানের কোর্স করতে গেলে সেটি অনলাইনে হোক আর অফলাইনে কম বেশি টাকার প্রয়োজন হয় যা সবার থাকে না। এখানে শুধু টাকাই নয় বরং মুখ্য বিষয় হচ্ছে কিছু অসাধু মানুষ যারা ভূল ধারণাকে পুজি করে গড়ে তুলেছে প্রতারণার ব্যবসা। আর এই প্রতারণার ফাদে পড়ে হতাশ হচ্ছে প্রচুর মানুষ। এই প্রতারণা পাল্লায় পড়ে হতাশায় আক্রান্ত বা যারা এখনো ফ্রিল্যান্সিং শুরু করেননি বা করতে চাচ্ছেন কিন্তু ভালো গাইডলাইন পাচ্ছেন না কিংবা পেইড কোর্স করার টাকা নিয়ে চিন্তিত তাদের পাশে দাড়াতে অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কাজ শেখানোর লক্ষে প্রতিষ্ঠিত হয় সফল ফ্রিল্যান্সার। সফল ফ্রিল্যান্সার সেই সাথে আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করে। আর এই প্লাটফর্ম থেকে আপনি আপনার পছন্দের যেকোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন যা সম্পূর্ণ বিনামূল্যে। তাই যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু করব করব বলে করা হয়ে উঠছে না বা টাকার অভাবে কোর্স করতে পারছেন না কিংবা অসাধু মানুষের পেইড কোর্সের পাল্লায় পড়ে হতাশ হয়ে আছেন, সফল ফ্রিল্যান্সার মিটআপ ১.০ হতে পারে আপনাদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত।