বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সুগন্ধানদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির সুগন্ধানদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় সুগন্ধা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডে,সড়ক ও জনপদ,এলজিইডি,পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ১৬টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
এ সময় জয়নাল হাজারির দোকানের মালামাল সরিয়ে নেয়ার সময় একটি দেশিও অস্ত্র রামদা উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়,গত ২০১৪ সালের এপ্রিল মাসে ঝালকাঠি সুগন্ধা নদীতে মস্তক বিহীন শাহজাদ এর লাশ উদ্ধার হওয়া হত্যা মামলার আসামী জয়নাল হাজারির দোকান থেকেই রমদাটি উদ্ধার হয়েছে। হাজারীর ছেলে সানি হাজারি বর্তমানে ওই এলাকার আতংক এক নাম সানি। স্থানীয়রা আরো বলেন,হাজারীর ছেলে ছাত্রলীগে যোগদেওয়ার পর থেকে এলাকায় তার হাতে হেনেস্থ হয়নি এরকম লোক পাওয়া মুসকিল।
এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করে। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল, সড়ক বিভাগের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, পরিবেশ
অধিদফতরের প্রতিনিধি বি এম রকিব উদ্দিন,এলজিইডি প্রতিনিধি আক্তাউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।
ঝালকাঠিতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই
ঝালকাঠি:: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামে আব্দুল হাই তালুকদারের বাড়িতে অগ্নিকা-ে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবারবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, আব্দুল হাই তালুকদারের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালি উপজেলা ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই নুরুজ্জামান রাজা, মৃত ইমাম হোসেন, জাকির হোসেনও বেলায়েত হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থসহ ঘরগুলোর পুরে যায় ছাই হয়ে যায়।
ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে অভিযান
ঝালকাঠি:: ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন ফলের দোকানে এ অভিযান চালায় নজরদারী কমিটি। কমিটির কর্মকর্তারা জানান, শহরের বাজার ও ফলের দোকানে রাসায়নিক মিশ্রিত ফল বিক্রি করা হচ্ছে কিনা, তা পরীক্ষার জন্য নজরদারী কমিটি প্রায়ই অভিযান করে আসছে। দোকানের ফল পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি। ফরমালিন মুক্ত ফল বাজারে বিক্রি করতে বিক্রেতাদের বাধ্য করাই এ কমিটির লক্ষ। যদি কোন বিক্রেতা ফরমালিন যুক্ত ফল বিক্রি করে থাকেন, তাহলে তাকে জেল-জরিমানার দন্ড দেওয়া হবে। ফলকে ফরমালিন মুক্ত রাখার জন্য অভিযানে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, বিএসটিআইর পরীক্ষক তাপস সরকার, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ (ডিআই ওয়ান) মো. আমজাদ হোসেন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকবাল বাহার।