শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম স্বেচ্ছাচারী ও জনস্বার্থের পরিপন্থী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম স্বেচ্ছাচারী ও জনস্বার্থের পরিপন্থী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বিদ্যুতের আর এক দফা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘চরম স্বেচ্ছাচারী ও জনস্বার্থের পরিপন্থী’ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং বলা হয়েছে জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে পারে না। বিইআরসি আয়োজিত গণশুনানীতে ভোক্তাদের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তথ্য-উপাত্ত হাজির করলেও সরকার তা বিবেচনায় নেয়নি। এমনকি এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটিও মূল্যবৃদ্ধি না করার পক্ষে মত দিয়েছেন।
সভার প্রস্তাবে উল্লেখ করা হয়, পাইকারী ও গ্রাহক পর্যায়ে খামখেয়ালীভাবে এই মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাকাল সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে; জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। শিল্প-কৃষিসহ উৎপাদনশীল খাতে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ সামাল না দিতেই আবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে শাস্তি দেবার নামান্তরই।
প্রস্তাবে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানী খাতে চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করা গেলে দাম বৃদ্ধি না করে বরং দাম কমিয়ে আনার সুযোগ ছিল। প্রস্তাবে বলা হয় সরকার ও সংশ্লিষ্ট কোম্পানী ও সংস্থাসমুহের ভুলনীতি, চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষকে কেন শাস্তি পেতে হবে। প্রস্তাবে অনতিবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।