শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ভান্ডারিয়ায় এক দিনমজুরের বসত ঘর পুড়ে ভস্মীভূত
ভান্ডারিয়ায় এক দিনমজুরের বসত ঘর পুড়ে ভস্মীভূত
গাজী গিয়াস উদ্দিন বশির,ভান্ডারিয়া থেকে ফিরে:: ভান্ডারিয়া বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে এক দিনমজুরের বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট এলাকর দিনমজুর মিজানুর রহমানের বাড়ীতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেরুুয়ারি) মাগরিবের নামাজের সময় দিনমজুর মিজানুর রহমানের স্ত্রী হঠাৎ বসত ঘরে আগুন দেখতে পেয়ে বাড়িতে থাকা ছেলেমেয়েরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বসত ঘরে থাকা ছেলে-মেয়ে ও স্ত্রীকে অক্ষত অবস্থায় রক্ষা করতে পারলেও বসত ঘর রক্ষা করতে পারেননি।
বৈদ্যুতিক সট র্সাকিট থেকে আগুন লেগে অসহায় মিজানুর এর কাঠখুটির তৈরি পুরো বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
মিজানুর রহমান কান্না জড়িত কণ্ঠে জানান, পরনে থাকা কাপড় ছাড়া আর কোন কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে। বর্তমানে তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তিনি স্ত্রী-সস্তান সহ তাদের মাথা গুজার ঠাই করতে এলাকার বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন শাহিন ও সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান পার শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান ও আর্থিক সহযোগীতা প্রদান করেন।