শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুই সন্তান রেখে টাকা ও গহনা নিয়ে বখাটের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী
দুই সন্তান রেখে টাকা ও গহনা নিয়ে বখাটের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি :: ঘরে দুই নাবালক সন্তান রেখে এক বখাটের হাত ধরে উধাও হয়েছে প্রবাসির স্ত্রী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাবালক দুই সন্তান লিমা ও লিমন মায়ের জন্য কান্নাকাটি শুরু করেছে। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামে। গ্রামবাসি জানায়, কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামের জাহাঙ্গীর মন্ডল দীর্ঘদিন ধরেই বিদেশে থাকে। এদিকে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী মোছাঃ হাসিনা খাতুনের (২৮) সাথে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামের জামির হোসেনের ছেলে ওমর সানী সোহাগ (৩০) বোন সম্পর্ক করে পরকিয়ায় জড়িয়ে পড়ে। মোবাইলে চলতে থাকে তাদের প্রেম। এক পর্যায়ে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এলাকাবাসি জানায়, ওমর সানি সোহাগ এলকায় বখাটে হিসেবে পরিচিত এবং সে আগে বিয়ে করেছিল। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। স্বামীর ঘর ছাড়া হাসিনার ভাই জলিল মিয়া জানান, নেবুতলা গ্রামের ওমরসানী সোহাগ তার বোনকে ফুসলিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় হাসিনা এক লাখ টাকা ও তিন ভরি গহনা নিয়ে গেছে। তার দুইটি শিশু সন্তান মায়ের জন্য শুধুই কান্নাকাটি করছে। হাসিনার স্বামী জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, আমি প্রবাসে থকার সুযোগে সোহাগ আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। নবুতলা গ্রামের আব্দুস সামাদ জানান, সোহাগের আগের স্ত্রী চলে যাওয়ায় সে অন্যের স্ত্রী ভাগিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে সোহাগের মা জানান, আমার ছেলে হাসিনাকে বিয়ে করেছে। বিয়ের পর বাসায়ও নিয়ে আসে। এখন কোথায় আছে জানি না। ঝিনাইদহ সদর থানায় গেলে পুলিশ অভিযোগ দিতে বলেছে। অভিযোগ পেলে হাসিনা-ওমরসানি ঝিনাইদহ সদর থানার মধ্যে থাকলে নাবালক দুই সন্তানের জন্য পুলিশ সহায়তা করবেন বলে জানান।
হোটেল-রেস্টুরেন্ট ও রান্নাঘর রাস্তার ওপর
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার হাটবাজারের হোটেল-রেস্টুরেন্ট ও হোটেলের রান্না করা হচ্ছে রাস্তার ওপর খোলা জায়গায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খোলা খাবার খেয়ে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ঝিনাইদহ জেলা শহর, উপজেলা শহর ও বিভিন্ন হাটবাজারে কয়েকশ হোটেল রেস্টুরেন্ট রয়েছে। হাতে গোনা দু-একটি বাদে সব হোটেল রেস্টুরেন্ট ও রাস্তার ওপর গ্যাস সিলিন্ডারে রান্নার করা হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনার প্রচন্ড আশঙ্কাও রয়েছে। এতে করে রাস্তার ধুলাবালি খাবারে পড়ছে। এতই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না হচ্ছে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। শৈলকুপা শহরের ব্রিজ রোডে রাস্তার ওপর তিনটি হোটেল রান্নার কাজ করছে। সৃষ্টি হয় যানজট। ঝিনাইদহ শহরেও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের অনেক হোটেলের রান্না রাস্তার গা ঘেঁষে করে। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেলগুলোরও একই অবস্থা। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা শহরে একই অবস্থা নজরে পড়ে। শৈলকুপায় ব্রিজের পাশের হোটেল কফি হাউজের মালিক শাহিন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা রাস্তার ওপর রান্নার কাজ করছেন। এছাড়া কোনো উপায় নেই। কারণ রান্না করার মতো জায়গা তাদের নেই। এছাড়া খাবার ঘর হোটেলের মালিক লিয়াকত বলেন, ধুলা পড়ছে না। ধুলা না পড়ার জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার ওপর রান্না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ জায়গা সংকট। ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে পথ খাবার বন্ধে প্রচার কমিটির সভাপতি মো. আমিনুর রহমান টুকু বলেন, পথে খাবার তৈরি ও বিক্রি বন্ধে জনসচেতনতার জন্য সভা ও সেমিনার করে থাকেন তারা। ঝিনাইদহ শহরে অন্তত ১০০টি স্পটে খোলা খাবার বিক্রি করা হচ্ছে। এ সমস্ত খাবার খেয়ে অনেকেই রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, রাস্তার গা ঘেঁষে খোলা স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এগুলো বন্ধ হওয়া উচিত।
ঝিনাইদহে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ গণপুর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপুর্তের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন’র স্বত্তাধীকারী জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস। এসময় জানানো হয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকবে নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, হিফজ খানা, জানাযার স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, গাড়ি পাকিং, ইসলামী গবেষণা কেন্দ্র ও ই-কর্ণার সহ নানা সুবিধা। ঝিনাইদহ গণপুর্তের বাস্তবায়নে মসজিদটির নির্মাণ করছে লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন। আগামী ১ বছরের মধ্যে এ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।
ঝিনাইদহে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে রাইসুল ইসলাম আসাদ ও সাধারণ সম্পাদক পদে সুলতান আলী বিশ্বাস নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আবু সাঈদ কবির, আহসান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির, সাংগঠনিক সম্পাদক সোহান হোসেন, প্রচার সম্পাদক বাপ্পারাজ ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবুল বাশার সুমন নির্বাচিত হয়েছে। ১ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ।