শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গুনীজন » রাউজানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার ২য় মৃত্যু বাষিকী পালন
রাউজানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার ২য় মৃত্যু বাষিকী পালন
রাউজান :: গতকাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাউজান উপজেলার পূর্বগুজরা আধার মানিক গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শ্রদ্ধাবান উপাসক ও অবসর প্রাপ্ত সিঙ্গার কর্মকতা প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া’র পারলৌকিক সদগতি কামনায় দ্বিতীয় মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে। প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া’র জন্ম জনপথ আধার মানিক গ্রামের উমেশ মাষ্টার বাড়ির বৈজয়ন্তী বিহার প্রাঙ্গণে অষ্ট পরিস্কারসহ সংঘদান, বৃত্তি প্রদান, স্মৃতিচারণ সভা ও জ্ঞাতি ভোজন অনুৃষ্টান-২০২০ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপ সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের।
সভাপতির ভাষনে তিনি বলেন, দুলালরেণু শিক্ষা বৃত্তি ট্রাষ্ট হতে বৃত্তির টাকা পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃত্তি একটি জ্ঞান ও মেধার অমূল্য সম্পদ। আর এ সম্পদের তালিকায় তোমরা যুক্ত হয়েছো। শিক্ষাকে যথাযথভাবে সুব্যবহারের মাধ্যমে আগামীতে দেশকে, সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান । তিনি আরো বলেন, আপনারা যত শিক্ষিত হবেন তখন আপনা আপনি বলে দেবে আপনি কোথায় যাবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, দুলালরেণু শিক্ষা বৃত্তি ট্রাষ্ট যে শিক্ষা বৃত্তি চালু করেছে তা আগামী দিন গুলোতে আরো বাড়ানো গেলে আরো বেশী ছাত্র ছাত্রী এই বৃত্তি গ্রহণ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
সদ্ধর্মদেশনা করেন বৈজয়ন্তী বিহারের অধ্যক্ষ ভদন্ত রাহুলাশ্রী ভিক্ষু,বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ যুব এর উত্তর জেলার সভাপতি ভদন্ত সুমঙ্গল থের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ-সভাপতি ভদন্ত সুমনাবংশ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সজল কান্তি বড়ুয়া সভাপতি দুলালরেনু শিক্ষা বৃত্তি ট্রাষ্ট।
শুভ উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ,অবসর প্রাপ্ত শিক্ষক পবিত্র রঞ্জন বড়ুয়া, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া,পশ্চিম আধার মানিক গ্রামের কৃতি সন্তান প্রদীপ বড়ুয়া, সুদর্শন বড়ুয়া, যিশু বড়ুয়া, শুভদর্শন বড়ুয়া, সংবর্ধিত অতিথির অভিবক্ত প্রকাশ করেন:-বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার সহ-সভাপতি ভদন্ত দেবশ্রী মহাথের।
পঞ্চশীল প্রার্থনা করেন ছোট শিশু পদ্মাশ্রী বড়ুয়া গল্প।
৩টি বৌদ্ধ বিহার সংস্কারে জন্য চেকের মাধ্যমে শ্রদ্ধাদান ও আধার মানিক গ্রামের ৩টি বিদ্যালয়ের ১৪ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুৃষ্টানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সাধারন সম্পাদক করুনানন্দ থের।