সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজারে নদীতে ১২’শ আইডি কার্ড
কক্সবাজারে নদীতে ১২’শ আইডি কার্ড
কক্সবাজার প্রতিনিধি :: ২৮ সেপ্টেম্বর : কক্সবাজার শহরের বাঁকখালী নদী থেকে ভাসমান অবস্থায় আরো ১২’শ ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ২২’শ ভোটার আইডি কার্ড উদ্ধার করা হল। আইডি কার্ডগুলোর বেশির ভাগই সদরের চৌফলদন্ডী ইউনিয়নের। তবে এক সাথে এতগুলো আইডি কার্ড কোথায় থেকে এলো কিংবা কেনই বা নদীতে ভাসিয়ে দেয়া হল তা তদন্ত শুরু করেছে জেলা নির্বাচন অফিস ও পুলিশ। কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার বেদারুল আলম বলেন-একই আইডি কার্ড তাদের কাছে রয়েছে। কিন্তু এই আইডি কার্ডগুলো কোথায় থেকে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী আইডি কার্ড উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য-রোববার দুপুর এবং সন্ধ্যায় দু’ দফায় বাঁকখালী নদীর ফিশারীঘাট পাড়া (মগচিতাপাড়া) পয়েন্ট আইডি কার্ডগুলো উদ্ধার করে স্থানীয়রা। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২৮ মিঃ