রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পাহাড়িকা বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-১ : আহত-৮
রাউজানে পাহাড়িকা বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-১ : আহত-৮
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন এতে আরোও আহত হয় প্রায় ৮ জন যাত্রী। আজ ১ মার্চ রবিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে রাউজান-রাঙামাটি মহাসড়কের গহিরা শান্তির দ্বীপ নামক এলাকায়। এই ঘটনায় নিহত হয়েছে আলী আকবর (৬০) নামে একজন। তাঁর বাড়ি উপজেলার চিকদাইর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার লাল মিয়ার পুত্র। দুঘর্টনায় সংবাদ পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে থানা পুলিশ হতাহতের উদ্ধার করে স্থানীয় জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা করেন আলী আকবরকে।
এবিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৮টার দিকে পাহাড়ীকা পরিবহনের নামে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি সড়কের পাশে ছিঁটকে পড়ে সড়কের পাশে একটি কলাবাগানে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে চালকসহ যাত্রীরা আটকা পড়েন। আহতরা
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে। রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহমেদ বলেছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন।
রাউজানে বিষ ও মাদক সেবনে যুবকের মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত মাদক সেবন করার পর বিষ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে স্থানীয় একটি বাজারে সেই ইয়াবা সেবন করার পর বিষ পান করেন বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে (১-মার্চ) রোবরার দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাড়ি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার চৌধূরী বাড়ির রিনা চৌধুরী ছেলে উজ্জ্বল চৌধুরী(৩০)। স্থানীয় লোকজন জানান, সেই প্রায় সময় মাদক সেবন করতেন। গাঁজা ও ইয়াবা সেবনে সেই ব্যস্ত থাকতেন। এছাড়াও সেই দুই সন্তানের জনক ছিলেন, বিবাহীত জীবনে সংসারে তার স্ত্রীর সাথে তেমন একটা সুসম্পর্ক ও ছিল না বলে জানা গেছে। এবিষয়ে জানতে চাইলে, ইউপি সদস্যা মো: কামরুল ইসলাম বলেন, বিষ পান করার পর তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। তবে সেই নাকি সব সময় অতিরিক্ত মাদক পান করতেন।
রাউজানে অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ছে পোল্ট্রি ফার্ম। গত শনিবার দিবাগত রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে উপজেলার চিকদাই ইউনিয়নের বিকাশ দত্তের বাড়িতে। জানা গেছে, রাজ পোল্ট্রি ফার্ম এর ২য় তলায় আগুন লেগে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ওই খামারে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয় বলে ফার্ম এর মালিক বাসু কুমার চৌধুরী নিশ্চিত করেন। পরে খবর পয়ে রাউজান ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্র নিয়ে আসেন, তবে এর আগে সবকিছু পুড়ে ছাই হয়।