রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পালিত হেেয়ছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলার ৬টি বীমা কোম্পানীদের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর আত্রাই শাখা ম্যানেজার লোকমান হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি মোসলেম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, নির্বাচন অফিসার তৌফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, বীমা কোম্পানী ম্যানেজার চঞ্চল হোসেন,লোকমান হোসেন, জাফর আলী শেখ, শেখ আনিছুর রহমান, আবু জাহেদ ডালিম, শহিদুল ইসলাম, শামসুল হক প্রমুখ।
সভাপতি মোঃ ছানাউল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ই›স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।