সোমবার ● ২ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ : শিক্ষার্থীদের তালা
বিশ্বনাথে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ : শিক্ষার্থীদের তালা
স্টাফ রিপোর্টার :: ক্লাস অনুষ্ঠিত হওয়াসহ নানান দাবী আদায়ের লক্ষ্যে আজ সোমবার ২রা মার্চ সকালে সিলেটের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এমন খবর পাওয়ার সঙ্গে কলেজ ক্যাম্পাসে ছুটে যান কলেজ গভনিং বডির সদস্য তজম্মুল আলী ও আবদুল মুকিত সুমন। গভনিং বডির সদস্যদের আশ্বাসে ও হস্তক্ষেপে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে। ফলে পরিস্থিতিও নিয়ন্ত্রনে চলে আসে। তবে ওই দিন আর কলেজে কোন প্রকার পাঠদান হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, ‘শিক্ষক না থাকায় ডিগ্রির অনুমতি পাওয়ার পর থেকে হচ্ছে না ডিগ্রির ২য়-৩য় বর্ষের ক্লাস, এইচএসসির শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে ডিগ্রির ১ম বর্ষের ক্লাস, বেতন-সেশন ফি গ্রহনের পর শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না টাকা আদায়ের রশিদ, ব্যবহারিক পরীক্ষায় আইসিটির শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হয়রাণী করা, অধ্যক্ষের একক সিদ্ধান্তে কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক খয়ের আহমদের স্ত্রী শাম্মী আক্তারকে লাইব্রেরীয়ান পদে, নিজের (অধ্যক্ষ) শালা ফয়েজ আহমদকে কম্পিউটার অপারেটর পদে ও মামাত ভাই রুবেল আহমদকে পিয়ন পদে গোপনে নিয়োগ দেওয়া, কলেজে কোন অডিট-আর্থিক-ক্রয় ও বিক্রয়-ভর্তি-ফরম পূরণ কমিটি না থাকা’র প্রতিবাদে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের তালা দেওয়ার বিষয়টি সঠিক নয় দাবী করে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবদুল মুকিত সুমন বলেন, বিভিন্ন দাবীতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ছিলো। এলাকার মুরব্বীদের নিয়ে সাথে নিয়ে আমরা বিষয়টি সমাধান করেছি।
শিক্ষক সংকটের কারণে পাঠদানে সাময়িক সমস্যা হচ্ছে জানিয়ে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ সাংবাদিকদের বলেন, বেতন-সেশন ফি গ্রহনের পর শিক্ষার্থীদেরকে টাকা আদায়ের পর রশিদ দেওয়া হয়। আত্নীয়তা নয়, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই নিয়োগ দেওয়া হয়েছে। আর নিয়ামানুযায়ী কলেজে যতগুলো কমিটি থাকার কথা এর সবগুলোই রয়েছে।
বিশ্বনাথে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানীর ১৫ লাখ টাকার চেক প্রদান
বিশ্বনাথ :: বিশ্বনাথে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে উপজেলার ৩ জন বীমা গ্রাহকের পরিবারের সদস্যদের মাঝে ১৫ লাখ ১০ হাজার ৬৬০ টাকার মরনোত্তর দাবীর চেক প্রদান করা হয়েছে। ‘১ম জাতীয় বীমা দিবস’ উপলক্ষ্যে গতকাল রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে চেকগুলো বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।
মরনোত্তর দাবীর চেকপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের মৃত শফিক মিয়ার নমিনী হোসনা বেগম (স্ত্রী) ১৩ লাখ ৯১ হাজার ২৮০টাকা ও প্রতাবপুর গ্রামের মৃত আশিক আলীর নমিনী আছিয়া বেগম (স্ত্রী) ৪৪ হাজার ২৬০ টাকা এবং ওসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামের মৃত তাহির আলীর নমিনী পারভীন বেগম (স্ত্রী) ৭৫ হাজার ১২০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট জাফর আহমদ, বিশ্বনাথের জোনের জোনাল ইন-চার্জ আবদুল মুতলিব মতিন, তাজিরুন নেছা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান, বিশ্বনাথ শাখার ইন-চার্জ হেলাল আহমদ লিটন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ নূর উদ্দিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ মাহতাব উদ্দিন প্রমুখসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীসহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর বীমাকর্মী।
বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালিত
বিশ্বনাথ :: ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আজ সোমবার (২রা মার্চ) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, দেশবাসী নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেন বলেই বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর জাতির জনকেরর কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার এদেশে সর্বস্তরের মানুষের কল্যাণে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাচ্ছেন বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যার ফলে মানুষ নিজেদের প্রাপ্য অধিকার নিয়েই নিরাপদে বসবাস করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়ছল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা গনফোরামের সদস্য সচিব তরিকুল ইসলাম শামীম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী হারুনুর রশীদ ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের জিসি মোবাশ্বির আহমদ সুমন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা গনফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক অঞ্জু আচার্য্য, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা সায়েদ আহমদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব, আহমদ আলী হিরণ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।
বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব রোগীদের ১৬ লাখ টাকা প্রদান
বিশ্বনাথ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে সিলেটের বিশ্বনাথে অসহায়-গরীব রোগীর হাতে চিকিৎসার জন্য প্রদান করা সাড়ে ১৬ লাখ টাকার আর্থিক সহযোগীতার চেক তুলে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। আজ সোমবার (২রা মার্চ) বিআরডিবি মিলনায়তনে ‘ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী’ উপজেলার এমন ৩৩ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস এম নুনু মিয়া বলেন, জাতির জনকেরর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার তৃণমূল পর্যায়ে বিনামূল্যে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। কঠিন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য কারো পক্ষেই তা কখনই সম্ভব হবে না। আর তাই দেশবাসীও বার বার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়েরের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক অঞ্জু আচার্য্য, উপজেলা আওয়ামী লীগের উপজেলা গনফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব তরিকুল ইসলাম শামীম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা সায়েদ আহমদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব, আহমদ আলী হিরণ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।