সোমবার ● ২ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালিত
বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ। উল্লেখ্য, গতবছর মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছিল। এ বছর তারিখটি পরিবর্তন করা হয়েছে।
কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস আজ সোমবার সকাল ১০টায় উপজেলা অফিসার কল্যাণ ক্লাবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক র্যালী উপজেলার গরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষণ করেন। পরে অফিসার কল্যাণ ক্লাবে র্যালী পরবর্তী এক আলোচনা সভা কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাউ মারমা। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ জহির উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার তরুন কান্তি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী। সন্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোস কান্তি নাথ।এ সময় অনুষ্টানে উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান গন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে জাতীয় ভোটার দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি :: ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। আজ ২ মার্চ সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। শামীম আহম্মেদ শরীফ এবং শারমীন আফরোজ এর সঞ্চালনায় অলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি। অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ প্রনয়ন, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারগনসহ শিক্ষক রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ এবং বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।