শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » প্রিয়সেন ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রিয়সেন ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
উখিয়া প্রতিনিধি :: প্রয়াত গুণীজন প্রিয়সেন ভিক্ষুর শিক্ষা ও ধর্মীয় কর্মকান্ডের প্রতি শ্রদ্ধা জানাতে প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক শীলবান ও সাধক শ্রীমত্ শীলমিত্র ভিক্ষু ও তাঁর শিষ্য-প্রশিষ্যদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রিয়সেন ভিক্ষু’র স্মরণে ২০১১ সাল থেকে চালু হয় প্রিয়সেন প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি, এ শিক্ষা নিকেতনের অধীনে এ পর্যন্ত প্রায় ১ হাজার ২ শত অধিক শিক্ষার্থীকে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান করা হয়৷ তারই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারী (শুক্রবার) উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, ও পাবর্ত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সহ ৫ উপজেলায় ৩ কেন্দ্রে প্রিয়সেন প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৬ অনুষ্ঠিত হয়েছে৷
২৯ জানুয়ারী কক্সবাজারের উখিয়ার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয়, রামুর এভারেষ্ট টিচিং ইনিষ্টিটিউট, চকরিয়ার নিজপানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৩ কেন্দ্রে সাধারণ শিক্ষার ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৬২৫জন শিক্ষার্থী বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে৷
পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীমত্ শীলমিত্র ভিক্ষুর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় বৃত্তি পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধায় জয়বর্ধন বড়ুয়া, সহ: হল সুপার শিক্ষক মৃদুল বড়ুয়া, রামুর এভারেষ্ট টিচিং-এর প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, সহ: হল সুপার প্রজ্ঞা তিলক ভিক্ষু, চকরিয়ার নিজপানখালী প্রা: বিদ্যালয়ে শিক্ষক প্রিয়দা বড়ুয়া, সহ: হল সুপার চট্টগ্রাম দেব পাহাড় থেকে আগত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু৷ এ সময় হল পরিদর্শন করেন, শ্রীমত্ ইন্দ্রবংশ মহাথের, প্রজ্ঞা সত্য ভিক্ষু, প্রজ্ঞা করুণা ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞা কৌন্ডাণ্য ভিক্ষু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক রনজিত বড়ুয়া, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাইছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ্বর বড়ুয়া, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক বকুল বড়ুয়া, প্রাক্তন ইউ.পি সদস্য মধু সুধন বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, প্রভাত বড়ুয়া, তপন বড়ুয়া৷ সার্বিক সহযোগিতায় ছিলেন- জ্ঞানীশ্বর ভিক্ষু, প্রজ্ঞাপাল ভিক্ষু, প্রজ্ঞাসেন ভিক্ষু, প্রিয়তিষ্য ভিক্ষু, আনন্দ প্রিয় ভিক্ষু, সোমবোধি মিত্র ভিক্ষু, কর্শেশ্বর ভিক্ষু, প্রজ্ঞা শাক্য ভিক্ষু, প্রজ্ঞা সার ভিক্ষু৷
আগামী ১০ ফেব্রুয়ারী অনলাইন সংবাদ মাধ্যমসহ দৈনিক পত্রিকায় ফলাফল প্রকাশিত হবে এবং বৈশাখী পূর্ণিমায় রামুর ফতেখাঁরকুল বৌদ্ধ বিহারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সনদ, নগদ অর্থ প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন প্রজ্ঞা সত্য ভিক্ষু।