মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুষ্টি সমম্বয় কমিটির মতবিনিময় সভা
কাউখালীতে পুষ্টি সমম্বয় কমিটির মতবিনিময় সভা
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির আয়োজনে উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ ডেলিগেশন এর এক মত বিনিময় সভা আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অফিসার কল্যান ক্লাবে অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেটস ফুড এন্ড নিউট্রেশন সিকিউরিটি প্রোগ্রাম ম্যানেজার আসুন্তা তেষÍা,কন্ট্রাক্টস এন্ড ফাইনান্স ম্যানেজার জসি রোড্রিগিউ,ঢাকা হেলথভেটাস কান্ট্রি ডিরেক্টর তেস্তা,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা।
এসময় মত বিনিময় সভা অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লিন প্রজেক্টের প্রোজেক্ট ডিরেক্টর সুভাগ্য চাকমা, ঝুম ফাউন্ডেশন এনজিও’র নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমা, লিন প্রোজেক্টের মোঃ আজিজুর রহমান, গেন এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, কাউখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রেস কøাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তরুন কান্তি চাকমা, উপজেলা সমবায় অফিসার মোঃ জহির উদ্দিন, ঝুম ফাউন্ডেশনের জ্ঞান বিকাস চাকমা, লায়লা চাকমা সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় প্রতিনিধি বৃন্দ।
মত বিনিময় সভা শুরুর পুর্বে ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেটস গন রাঙামাটি জেলার ঝুম ফাউন্ডেশন এনজিও’র কাউখালী উপজেলায় পোয়া পাড়া গ্রামে বাস্তবায়ানাধীন বিভিন্ন প্রোজেক্ট এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী সদরস্থ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিম খানার বার্ষিক সভা গতকাল সোমবার রাত্রে মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সভায় দাওয়াতি মেহমান হিসাবে ওযায়েজ করেন ঢাকা মাদানী নগর মাদ্রাসার সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা কুড়িল বিশ্বরোড ইসলামিক রিচার্স সেন্টার মোহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবদুল আজিজ নোয়াপুরী,চট্টগ্রাম হাটাহাজারী আল জামেয়াতুল কুর আনিয়া দারুচ্ছফাহ প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি সিরাজ উল্লাহ আল মাদানী।
এ সময় অন্যানের মধ্যে ওয়ায়েজ করেন কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিম খানার প্রষ্ঠিতা পরিচালক মাওলানা মোঃ আমিনুর রসুল খান,কাউখালী সদর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গোলাম ফারুক, রাঙীপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মোঃ ছানা উল্লাহ,ঘিলাছড়ি মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ ইউছুফ,মাওলানা মোঃ আব্দুর রহিম সহ ওলামা কেরাম গন।
ওয়ায়েজ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
বেতবুনিয়ায় সুন্নি সম্মেলন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালীর বেতবুনিয়ায় আশেকানে খাজা গরিবে নেওয়াজ(রহঃ) কমিটির ব্যবস্থাপনায় শায়খ সৈয়দ মুইনুদ্দীন হাসান চিশতী সনজরী সুম্মা আজমেরী ওরশ মোবারক উপলক্ষে এক সুন্নী সম্মেলন গতকাল সোমবার রাত্রে বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।
সুন্নী সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেতবুনিয়া মনাই পাড়া আল মালেকিয়া বায়তুন নুর জামে মসজিদের খতিব, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল হাসান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইদ্রীছ আনছারী,বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আলকাদেরী, মাওলানা মোঃ শফিকুল ইসলাম আল কাদেরী,মাওলানা মোঃ সৈয়দ মনির উদ্দিন হোসাইন আল কাদেরী,মাওলানা মোঃ মন্জুরুল ইসলাম আল কাদেরী, মাহফিল পরিচালনায় ছিলেন বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মুহাম্মদ এহসান উদ্দীন কাদেরী। সার্বিক সহযোগিতায় বাবুল চৌধুরী।
পরে সুন্নী সম্মেলন শেষে দেশও জাতির মঙল কামনায় দোয়া করা হয়।