শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অ্যালায়েন্স এর সাংগঠনিক কমিটি গঠন
ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অ্যালায়েন্স এর সাংগঠনিক কমিটি গঠন
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ::(২৯ জানুয়ারী বিকাল ৬.৪০মিঃ) বাংলাদেশের তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদের নেতৃত্বে বিশ্ব ব্যাপী অনলাইন নিউজ পোর্টাল গুলিকে নিয়ে গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অ্যালায়েন্স (ইনপা)৷
২৯ জানুয়ারী শুক্রবার সকাল ১০-১২ টা পর্যন্ত প্রাথমিক ভাবে ১০টি দেশের অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সাথে স্কাইপে অনলাইনের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে একটি ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অ্যালায়েন্স (ইনপা)’র সাংগঠনিক কমিটি গঠন করা হয়৷
ইনপা’র সাংগঠনিক কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের দক্ষ ও তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদকে ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন,নেপালের মনোজ কেসি,ভারতের অশোক বড়ুয়া,লন্ডনের অহিদ উদ্দিন,ভুটানের হেম কুমার স্রেষ্টা,শ্রীলংকার দীলিপ পেইরিশ ,মালদ্বীপের ড. মোহাম্মদ সাহিম আলী সাঈদ ,থাইল্যান্ডের মিষ্টার টং ,অষ্ট্রেলিয়ার নাথান টমশন ,নাইজেরিয়ার ইলিয়েস ওলসগা ,জাপানের সিন্দেুা ফুজিতাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে এবং মহাসচিব করা হয়েছে বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টাল জগতের সুদক্ষ সংগঠক নির্মল বড়ুয়া মিলনকে ৷
এছাড়া বাংলাদেশ চেপ্টারে অধ্যাপক আকতার চৌধুরী,প্রকৌশলী সরকার রুহুল আমিন,ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি,নেপাল চেপ্টারে ৩জন,ভারত চেপ্টারে ৩জন, লন্ডন চেপ্টারে ৩জন, ভুটান চেপ্টারে ৩জন, শ্রীলংকার চেপ্টারে ৩জন, মালদ্বীপ চেপ্টারে ৩জন,থাইল্যান্ড চেপ্টারে ৩জন, অষ্ট্রেলিয়া চেপ্টারে ৩জন, নাইজেরিয়ার চেপ্টারে ৩জন ও দক্ষিণ এশিয়া চেপ্টারে রাশিদুল হাসান,শেখ সাইফুদ্দিন আহমেদ,পরশ চাকমা, অধ্যাপক মোকতাদের আজাদ ও জুঁই চাকমাকে ইনপা’র সাংগঠনিক কমিটির সদস্য করে ৪৭ সদস্য বিশিষ্ট ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অ্যালায়েন্স (ইনপা)’র একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে৷
উক্ত সাংগঠনিক কমিটি আগামী ৬ মাসের ভিতর ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল মালিক ও সম্পাদকদের পুর্ণাঙ্গ সাংগঠনিক ঘোষণা পত্র, গঠনতন্ত্র ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে৷