বুধবার ● ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতিসভা
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতিসভা
রাঙামাটি :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন করবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এ লক্ষ্যে আজ বুধবার ৪মার্চ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে সভায় মুজিববর্ষ উপলক্ষে ১৭ই মার্চ সকালে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ভেদভেদীস্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে পুস্পাঞ্জলি অর্পন। এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনাসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু উপবৃত্তি প্রদান ও সন্ধ্যায় চিংহ্লামং মারী স্টেডিয়ামে ফানুস উড়ানো এবং ৭ই মার্চ থেকে পুরো মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যে আলোকসজ্জা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যা বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে তার অফিস কক্ষে আগামী ৬মার্চ জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় পাট দিবসের দিন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণঢ্য র্যালি শুরু হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভাকক্ষ আলোচনাসভা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, পরিষদ সদস্য জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ পরিষদের হস্থান্তরিত বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাঙামাটি জেলা পরিষদ
রাঙামাটি :: রাঙামাটির তবলছড়ি এলাকার বাসিন্দা হৃদরোগে আক্রান্ত অসুস্থ অমল দাশ ও তাঁর স্ত্রী’র প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বুধবার (৪মার্চ) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাঁর অফিস কক্ষে অসুস্থ অমল দাশের সু-চিকিৎসার জন্য নগদ অর্থ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অমলের স্ত্রীকে একসেট সেলাই মেশিন প্রদান করেন।
আর্থিক সহায়তা ও সেলাই মেশিন প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অসহায়, গরিব ও দুঃস্থ রোগীদের সেবায় বর্তমান সরকার পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি সমাজসেবার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থসহ নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। কারণ বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। তিনি বলেন, পাহাড়ে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। বর্তমানে পার্বত্য এলাকার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শর্য্যায় উন্নতিকরণ করা হচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নয়ন হচ্ছে। এর ফলে প্রান্তিক এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির ফলে পাহাড়ের সাধারণ মানুষ নানা রোগের চিকিৎসা এখন নিজ এলাকাতেই করতে পারছে। এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান চেয়ারম্যান।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন।