বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে দুবাই প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি
সিলেটে দুবাই প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি
সিলেট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটের দুবাই প্রবাসী জাকারিয়া (৩২)কে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট জেলা প্রশাসনের নির্দেশে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্য জাকারিয়া কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে।
উল্লেখ্য, সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের জাকারিয়া (৩২)। গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে এসেছেন। এবং বুধবার (৪ মার্চ) তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান তার আত্মীয়রা। হাসপাতালে চিকিৎকরা তাকে ওসমানী হাসপাতালে রেফার করেন। সিলেট ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেন। তখন তার কাছ থেকে সমস্যাগুলো শুনেন। যেগুলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তখন চিকিৎসকরা তাকে ঢাকায় যেতে বলেন। কিন্তু সে ঢাকায় যেতে না চাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঐ ওয়ার্ডে তার সাথে শুধুমাত্র তার বৃদ্ধ মা রয়েছেন।
এদিকে শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে রোগী ভর্তির খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টা থেকে অন্যান্য চিকিৎসাধীন রোগীর স্বজন ব্যাতিত কাউকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
গোলাপগঞ্জে শ্মশানঘাটের স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
সিলেট প্রতিনিধি :: ৭ লক্ষ টাকা ব্যায়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিনে নির্মিত হবে সার্বজনীন শ্মশানঘাট। শ্মশানঘাটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। এসময় গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, শ্মশানঘাট নির্মাণের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সাত লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শ্মশানঘাটের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, প্রকৌশলী মাহমুদুল হাছান, গোলাপগঞ্জ হিন্দু, বৌদ্ধ,খিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, ঢাকাদক্ষিন সার্বজনীন শ্মশান কমিটির সভাপতি ভানু লাল দেব, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেব, ঢাকাদক্ষিন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষু ভুষণ দেব, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভূষন দেব, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ সার্বজনীন শ্মশান কমিটির উপদেষ্টা মনোক কুমার দেব সম্ভু, সদস্য অমর সেন, পল্লব ভট্রাচার্জ, মকুল দে, মিহির দে পান্না, আনন্দ তালুকদার, মানিক সূত্রধর, দত্তরাইল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, ইউপি সদস্য খছরু মিয়া প্রমুখ।