![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে দুই পরিবারের মাঝে জায়গা জমির জেরে মারামারি : আহত-১
পানছড়িতে দুই পরিবারের মাঝে জায়গা জমির জেরে মারামারি : আহত-১
আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জিয়ানগরে বাঙালি দুই পরিবারের মাঝে পূর্বের জায়গা জমির জেরে তুচ্ছ কারণে মারামারির ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে জিয়া নগর এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, জিয়ানগর এলাকার সুজন মিয়ার স্ত্রী জাহানারা বেগম(৪০) পাঁচ সন্তানের জননীর সাথে একই এলাকার বাসিন্দা তাসলিমা বেগম(৩৫)’র পূর্বের জায়গা জমির জের চলতে থাকায় মৃত মুরগীর বাচ্চাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে উত্তেজিত হয়ে তাসলিমা বেগম জাহানারা বেগমের মাথায় সজোরে আঘাত করেন এবং সাথে সাথে মাথা ফেটে যায়। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে। জাহানারার ভাই রেজাউল করিম জানান, তাছলিমা পূর্বে জাহানারার সীমানা ঘেঁষে ঘর তোলার চেষ্টা করলে জাহানারার পরিবারের পক্ষ থেকে বাঁধা প্রদান করা হয়েছিল। এ ঘটনা তারই ধারাবাহিকতা হতে পারে।
আহত মহিলাকে প্রথমে পানছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উল্টাছুিড় ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান সোলেমা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড মেম্বার হাসেমের বোন তাছলিমার এ ধরণের কর্মকান্ড নতুন কিছু না। ইতিপূর্বে সে আরো অনেককেই মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। এক বছর আগে তাছলিমার ভাই একই এলাকার মো: দুলাল মিয়া (৩৫)’র একটি হাত ভেঙ্গে দিয়েছে বলেও তিনি জানান।
উল্টাছড়ি ২ নং ওয়ার্ডের মেম্বার হাসেম জানান, পারিবারিক ভাবে ঝগড়া ঝাটি হয়েছে। থানায় মৌখিকভাবে অবগত করা হয়েছে। রোগীকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল জানান, ঘটনাটি কিছুটা অবগত হয়েছি। এ ব্যাপারে থানায় কেহ কোন লিখিত অভিযোগ করেনি।