শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : ওসি মোসলেম উদ্দিন
মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : ওসি মোসলেম উদ্দিন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের কুপ্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ানক মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আমাদের পুনরায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে উল্লেখ করে নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোসলেম উদ্দিন বলেছেন, আমাদের তরুণ সমাজের একটি বিরাট অংশ আজ মাদকের ভয়াবহ গ্রাসের শিকার। উপজেলার প্রতিটি এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরেই ইসলামী চেতনা সৃষ্টি করতে হবে।
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বাদ জুম্মা উপজেলার ভবানীপুর বাজার জামে মসজিদে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ভবানীপুর বাজার মার্কাযজামে মসজিদের ইমান মুফতি মো: হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছামাদ আলী খাঁন, মুক্তাদুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা ডিএসবি নুরুল ইসলাম, ভবানীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মসজিদের মুসল্লিগণ।
সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অটো চার্জার চালিত ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে মোতালেব (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে মোতালেব মেম্বার বাড়ি থেকে আত্রাই সাহেবগঞ্জ বাজারে অটো চার্জার চালিত ভ্যানে আসছিলো সামনে থেকে এক শিশু বাইসাইকেল নিয়ে ভ্যানের সামনে আসলে ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চার্জারের আরোহী মোতালেব গুরত্বর আহত হয়। এলাকাবাসী সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহীর বাগমাড়া এলাকায় পৌচ্ছালে পথ মধ্যেই তার মৃত্যু হয়।