শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » নাটোরে কৃষি কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন ভ্রমন
নাটোরে কৃষি কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন ভ্রমন
নাটোর প্রতিনিধি :: (২৯ জানুয়ারী ২০১৬,রাত ৯.৫৭মিঃ)নাটোরের আলফাজুল আলমের নিজ উদ্যোগে গড়ে তোলা পেয়ারা, বরই, লিচু, বেদেনা, ড্রাগন ও রকমারি ফলের বাগানসহ বহুমুখী কৃষি প্রকল্প পরিদর্শন করেন মেহেরপুর জেলার উপসহকারী কৃষি কর্মকর্তাদের একটি টিম৷ ওই দলটি গত বৃহস্পতিবার দ্বিতীয় শস্য বহুমুথী প্রকল্পের আওতায় নাটোরের হর্টিকালচার সেন্টার ও ঔষধী গ্রাম উদ্বুদ্ধকরন ভ্রমনে আসেন৷ মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক এসএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দলটি আলফাজুল আলমের বহুমুখী কৃষি প্রকল্প পরিদর্শন করে ভুয়সী প্রসংশা করেন৷ ওই ভ্রমন টিমে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখারুল ইসলামসহ প্রায় ২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন ৷