শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » গাজিপুর » চট্টগ্রাম সমিতি-ঢাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রাম সমিতি-ঢাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),স্টাফ রিপোর্টার :: গাজীপুরঃ শতবর্ষের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে সমিতির সদস্যবৃন্দের সন্তানদের ২০১৯ সালের পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
আজ ৭ মার্চ শনিবার বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ সমিতির ভবনের ১০ম তলায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
চট্টগ্রাম সমিতি ঢাকা’র সভাপতি মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে উক্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী, চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ দিদারুল আনোয়ার, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান ড. দীপক কান্তি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য মোজাম্মেল হক চৌধুরী, সমিতির সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাবুদ, সহ-সভাপতি ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, জয়নুল আবেদিন জামাল, শিক্ষা ও পাঠাগার উপ-পরিষদের আহ্বায়ক ও সহসভাপতি মোঃ গিয়াস উদ্দীন খান, অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের, সাংগঠনিক সম্পাদক আনিচ উল মাওয়া, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আবরাজ নুরুল আলম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাসেল, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ রেহেনা আক্তার, নির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী, পারভেজ মোঃ চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন, সৈয়দ আলম, আবুল কাসেমসহ সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ।
অনুষ্ঠানে ২০১৯ সালের পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় সমিতির জীবন সদস্যদের ৬৩ জন জিপিএ-৫ প্রাপ্ত সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্ত ৬৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ক্রেস্ট ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।