রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন
অনলাইন ডেস্ক :: বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ রবিবার (৮ মার্চ) জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে ২ জন ইতালি থেকে এসেছেন বলে জানান সেব্রিনা ফ্লোরা। তিনি আরও জানান, একজন পরিবার থেকে সংক্রমণের শিকার হয়েছেন। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশের কোনো বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ধরা করোনা উপসর্গ ধরা পড়েনি। আক্রান্তরা নিজেরাই আইইডিসিআর হটলাইনে নিজেদের ব্যাপারে তথ্য দিয়ে জানান। এ ছাড়া মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ জ্বর. কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে, তারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন। হটলাইন নম্বরগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।’
তবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন সেব্রিনা ফ্লোরা। সৌজন্য : চ্যানেল24