রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » আকিব হত্যাকান্ডে গুইমারা ওসি’র গাফিলতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
আকিব হত্যাকান্ডে গুইমারা ওসি’র গাফিলতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার গুইমারায় আকিব উদ্দিন হত্যার ঘটনায় ওসি বিদ্যুৎ বড়ুয়ার দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার ৮ মার্চ হতে তিন কার্য দিবসে তদন্ত সম্পন্ন করে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেযা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার এএসপি শাহ নেওয়াজ জানান, আগামি মঙ্গলবার তারা তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে পেশ করতে পারেন।
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি গোলাম মোঃ শাহ নেওয়াজ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বলেন, তিনি নিজেও এ কমিটির সদস্য।
খাগড়াছড়ির জেলা পুলিশের কর্মকর্তা (পুলিশ সুপারের পদোন্নতি প্রাপ্ত) এম এম সালাহ উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অপর সদস্য হলেন মাটিরাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।
৩ মার্চ রাতে নিহত মোটর সাইকেল চালক আকিব উদ্দিনকে বাসা থেকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হলে তার পিতা ইকবাল হোসেন গুইমারা থানায় মামলা করতে যান। কিন্তু ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া মামলা না নিযে উল্টো পাগল ও মদখোর বলে থানা থেকে তাকে বের করে দেন বলে তিনি অভিযোগ করেন।
পর দিন অর্থাৎ ৪ মার্চ ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানানোর পর ওসি রাত ১২টায় খবর দিযে থানায ডেকে এনে নিহত আকিবের বাবার কাছ থেকে মামলার এজাহার নেন ।
এদিকে, ৫ মার্চ আকিবের লাশ উদ্ধারের পর এ হত্যার ঘটনায গুইমারা থানার ওসির অবহেলা ও গাফলতির অভিযোগে গ্রামবাসি জালিয়াপাড়ায় বিক্ষোভ মিছিল করে। তারা দায়িত্ব কতর্ব্যে অবহেলার জন্য ওসির শাস্তির দাবি করেন।
জানা গেছে, আকিবের স্বজন ও গ্রামবাসির দাবির প্রেক্ষিতে ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়ার দায়িত্ব অবহেলার অভিযোগ তদন্তের জন্য খাগড়াছড়ি পুলিশ সুপার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।