সোমবার ● ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নারী সমাবেশ ও র্যালি
গাইবান্ধায় নারী সমাবেশ ও র্যালি
গাইবান্ধা :: নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সোমবার জেলা শহরে র্যালি ও ১নং রেলগেট এলাকায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহবায়খ আহসানুল হাবীব সাঈদ, সদস্য প্রভাষক কাজী আবু রায়হান শফিউল্যাহ খোকন, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমি শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসে শ্রমজীবি নারী সমাজ তাদের সমঅধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার শপথে সংগ্রামী কাফেলায় মিলিত হয়েছিল। আজ ১১০ বছর পরেও আমাদের নারীরাও মজুরী বৈষম্যের মধ্যে দিনাতিপাত করছে। শুধু মজুরী বৈষম্য নয় আজ সর্বক্ষেত্রে নারীরা শোষন বৈষম্যের শিকার। তাই বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের যে চেতনা সেটাকে ধারণ করে আগামী দিনে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
সাংবাদিকদের দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধায় সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক সাংবাদিকদের দু’দিনব্যাপী কর্মশালা সোমবার সার্কিট হাউজ মিলনায়তনে শুরু হয়েছে। প্লাটফর্ম ফর ডায়লগ (পিফোরডি) প্রজেক্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশনের উদ্যোগে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করে। জেলা প্রশাসক মো. আবদুল মতিন কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে জেলা তথ্য অফিসার মো. হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিফোরডি’র রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম প্রমুখ।
দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্র“তি বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফ্ফারী, প্রোগ্রামার কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, কর্মশালার সমন্বয়ক উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল, গবেষণা কর্মকর্তা মো. ফাইম সিদ্দিক প্রমুখ।