মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাংবাদিকদের দু’দিনব্যাপী কর্মশালা সমাপ্ত
গাইবান্ধায় সাংবাদিকদের দু’দিনব্যাপী কর্মশালা সমাপ্ত
গাইবান্ধা :: গাইবান্ধায় সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক সাংবাদিকদের দু’দিনব্যাপী কর্মশালা আজ মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে শেষ হয়েছে। জেলা প্রশাসক মো. আবদুল মতিন কর্মশালায় সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী এবং বক্তব্য রাখেন পিফোরডি’র রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম প্রমুখ। এছাড়া সমাপনী দিনে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ডিবিসি টিভির গাইবান্ধা প্রতিনিধি রিকতু প্রসাদ।
প্ল¬¬াটফর্ম ফর ডায়লগ (পি ফোরডি) প্রজেক্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশনের উদ্যোগে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় গাইবান্ধা জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করে।
দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্র“তি বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফ্ফারী, প্রোগ্রামার কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, কর্মশালার সমন্বয়ক উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল, গবেষণা কর্মকর্তা মো. ফাইম সিদ্দিক প্রমুখ।
গাইবান্ধায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
গাইবান্ধা :: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ কক্ষ বিশিষ্ট চারতলা ভিতসহ নতুন ভবনের উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে প্রায় ৮২ লাখ টাকা।
ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত জাহান নিতু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, সদস্য আব্দুল লতিফ, শিক্ষক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান, আনিছুর রহমান, কাজী ইব্রাহিম খলিল উলফাত প্রমুখ।
এছাড়া পরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি কুপতলা ইউনিয়নের পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করেন। ওই বিদ্যালয়ের ৪ তলা ভিতসহ দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকা।