শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের মিজোরামের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে রাঙামাটির পাংখোয়া কমিউনিটির সৌজন্য সাক্ষাত্
ভারতের মিজোরামের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে রাঙামাটির পাংখোয়া কমিউনিটির সৌজন্য সাক্ষাত্
ষ্টাফ রিপোর্টার::(৩০জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময়,দুপুর ১.৪০মিঃ) ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন রাঙামাটির পাংখোয়া কমিউনিটির প্রতিনিধি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া৷ এ সময় পাংখোয়া কমিউনিটির ডাঃ বেয়াকী লুসাই, গ্রেসী পাংখোয়া ও রৌশাম পাংখোয়া উপস্থিত ছিলেন৷
শনিবার (৩০ জানুয়ারী) সকালে পর্যটন হলিডে কমপ্লেক্সে ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস্ এর চেয়ারম্যান নীহার কান্তি চাকমা এমএলএ, জে,এইচ রোথুয়ানা এমএলএ, পি,সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুংঙ্গা এমএলএ, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, ইআর লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ, লালরিনাওমা’র সাথে কুশল বিনিময়ের পর রাঙামাটির পাংখোয়া কমিউনিটি ও মিজোরাম রাজ্যের প্রতিনিধি দলটি একে অপরের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন৷
মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি এখানকার বসবাসরত পাংখোয়া, বম ও লুসাই কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরিষদ সদস্য রেমলিয়ানা জানান, বর্তমান সরকারের আন্তরিকতায় আগের তুলনায় পিছিয়ে পরা এসব জনগোষ্টীর বর্তমান অবস্থা অনেক ভালো৷