বুধবার ● ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ জেলা এখন পিয়াজ নগরী
ঝিনাইদহ জেলা এখন পিয়াজ নগরী
ঝিনাইদহ প্রতিনিধি :: অবশেষে ঝিনাইদহ জেলার বাজার গুলোতে পিয়াজে সয়লাব হওয়ায় সাধারণ ক্রেতারা এখন বেজায় খুশী। জেলার ৬টি উপজেলার বাজার গুলোতে হঠাৎ করে পিয়াজের দাম কমে যাওয়া দেখে সবাই হতবাক হয়ে গেছে। কোথাও তিল ধারণের ঠাই নেই। দেখে মনে হলো ঝিনাইদহ জেলা যেন পিয়াজের নগরী। জেলার শৈলকুপা উপজেলার বাজারে পিয়াজ সয়লাবের কারণে সাধারণ ক্রেতারা খুশী হলেও কৃষকরা হতাশ হয়েছে। শতশত ভ্যান ,নসিমন, করিমন, ইজিবাইক, বাইসাইকেল এ করে শৈলকুপা বাজারে পিয়াজ নিয়ে এসেছে সাধারণ কৃষকেরা। বিভিন্ন জায়গা থেকে ব্যপারীরা ছুটে এসেছে পিয়াজ কেনার জন্য। শৈলকুপা বাজারে এক সপ্তাহ আগেও পিয়াজ ঘাটতির কারনে প্রতি মণ পিয়াজ বিক্রি হয়েছে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা মণ। সেই পিয়াজ ই গতকাল বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা মণ। শুধু ব্যাপারীই না সাধারণ জনগনেরও পিয়াজ কিনতে দেখা যায়। পিয়াজের দর হাতের নাগালে পেয়ে সাধারণ ক্রেতারা খুব খুশী। মঙ্গলবার ও বুধবারে ৫০ থেকে ৬০ ট্রাক পিয়াজ ব্যাপারীদের দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে দেখা গেছে। টেকের হাট থেকে আসা ব্যাপারী কালাম বলেন ভাবতেও পারেনি ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে পিয়াজ কিনতে পারবো। যশোর থেকে আসা ব্যাপারী সালমান বলেন পিয়াজের দর কম পেয়ে বেশী করে কিনেছি। পিয়াজ কিনতে আসা সাধারণ ক্রেতা রহিম বলেন পিয়াজের দর কম হওয়ায় আমি খুব খুশী। তবে সাধারণ কৃষকেরা খুশী না । হাটফাজিলপুর থেকে আসা কৃষক আমিন বলেন অনেক আসা করে এসেছিলাম বেশী দরে পিয়াজ বিক্রি করতে পারবো কিন্তু তা হলো না। বাজারে কারো মুখে হাসি আবার কারো মুখে বিষন্নতার ছাপ দেখা গেছে। তবে শৈলকুপা বাজারে আরো পিয়াজের আমদানী হবে বলে সাধারণ জনগনের ধারণা। তবে এক থেকে দুই সপ্তাহ পর পিয়াজের দর আরো কমতে পারে বলে সবাই ধারনা করছে।
কালীগঞ্জে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ছাত্র নিখোঁজ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় একটি জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ আসলাম সিংদহ গ্রামের খুয়াজ আলীর ছেলে ও উপজেলার ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জিডিতে নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন উল্লেখ করেছেন, গত ৮ মার্চ বিকেলে বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আসলামের গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট উচ্চতা। তার পরনে চেক লুঙ্গী ও চাপাতী রংয়ের পাঞ্জাবী রয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি আসলামের খোঁজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ আসলামকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।
ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এ সেমিনারের জেলার ৬৭টি ইউনিয়নের চেয়াম্যান, ইউপি সদস্য, আনসার সদস্যসহ ৫০০ জন অংশ নেয়। এসময় উগ্রবাদ বিরোধে জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদাণ করা হয়।