শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা, নিহত-২
ভালুকায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা, নিহত-২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ মার্চ ) সকাল ৯টার দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় নিহতরা হলেন-ব্যাটারিচালিত অটোরিকশা রিকশাচালক অজ্ঞাত (৩৮) ও যাত্রী আনোয়ার হোসেন (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভালুকা থেকে ছেড়ে যাওয়া বালুবোঝাই একটি ড্রাম ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় আসার পর ইউটার্ন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও কুমিল্লার বুড়িংচর উপজেলার হারুনুর রশিদের ছেলে যাত্রী আনোয়ার হোসেন মারা যায়।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বলেন, ‘মহাসড়কে ইউটার্ন করার সময় ড্রাম ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই রিকশা চালক ও যাত্রী নিহত হয়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উৎঘাটনের চেষ্টাও চলছে বলে জানান তিনি।