শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » সরকারি পুকুরে মাছ শিকারের দায়ে ৬জনের কারাদন্ড
সরকারি পুকুরে মাছ শিকারের দায়ে ৬জনের কারাদন্ড
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সরকারি পুকুরে গভীর রাতে সবার অজান্তে মাছ ধরে বিক্রির অপরাধে ৬জনকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সাজাকৃতরা হলো, উপজেলার মালিপুকুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলী সরদার (৩০) ডুবাই গ্রামের তাহের আলীর ছেলে আতাব আলী (২৮) বৈঠাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মতিন (৩৪) সমসপাড়া গ্রামের ফজু প্রামানিকের ছেলে জাকির হোসেন (৩৩) ক্ষুদ্রবিশা গ্রামের হাইদার আলীর ছেলে তোতা প্রামানিক (২৮) ও একই গ্রামের হারান সরকারের ছেলে আমিন আলী (৩৭)।
জানা যায়, বেশ কিছু দিন ধরে উপজেলার বিশা গ্রামের সরকারী পুকুরে রাতের আঁধারে একটি অসাধু চক্র মাছ শিকার করে তা আবার বিক্রয় করে আসছে । তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত গভীর রাতে ঐ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু ও ওসি তদন্ত গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমান মাছসহ তাদের সবাইকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকলকে পনের দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিস ও হৃদরোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে আয়োজিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মো. আব্দুল কাদের আকন্দের নেতৃত্বে তার টিম নওগাঁ ডায়াবেটিস সমিতি ও উপজেলা হাসপাতালের ডাক্তারের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ডা. আরিফ ইসতিয়াক প্রমূখ। এতে সহ¯্রাধিক ডায়াবেটিস ও হৃদরোগী চিকিৎসা গ্রহণ করে।