![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৪ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অস্বচ্ছল ও দুস্থনারীদের মাঝে গাভী বিতরণ
বান্দরবানে অস্বচ্ছল ও দুস্থনারীদের মাঝে গাভী বিতরণ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অস্বচ্ছল ও দুস্থপরিবারের নারীদের স্বাবলম্বী করতে গাভী বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বান্দরবান সদরের রেইচা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গাভী বিতরণ করা হয়।
গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গাভী গুলি বিতরণ করেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়ুয়া, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উন্নয়ন বোর্ড এর বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ জেলা সদরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অস্বচ্ছল ও দুস্থপরিবারের নারীরা উপস্থিত ছিলেন।
এসময় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত জানান, এই প্রকল্পের মাধ্যমে নারীরা যাতে নিজ পায়ে দাঁড়াতে পারে বান্দরবান জেলায় ১শত ৪০ জন অস্বচ্ছল ও দুস্থপরিবারের মাঝে ধাপে ধাপে এই গাভী গুলি বিতরণ করা হচ্ছে।