সোমবার ● ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » করোনা আতংক: রাঙামাটিতে চীন ফেরত তরুনীর সন্ধান
করোনা আতংক: রাঙামাটিতে চীন ফেরত তরুনীর সন্ধান
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়ায় একজন চীন দেশ হতে ফেরত তরুনীর সন্ধান পাওয়া গেছে।
জানা যায় কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী গ্রামের চন্দ্র বিকাস চাকমার মেয়ে রিতা চাকমা (২২) গত ফেব্রুয়ারী মাসে চীন দেশে ভ্রমণ ভিসা নিয়ে বেড়াতে যায়। সে চীনের ওয়াং জু আনহই প্রদেশে এক মাসের অধিক সময় কাটান। গত ১২ মার্চ ২০২০ তারিখে চীন দেশ হতে বাংলাদেশে আসেন এবং ১৩ মার্চ তার নিজ জেলা রাঙামাটির কাউখালী চম্পাতলী গ্রামে আসেন এবং সে গ্রামে উন্মুক্তভাবে চষে বেড়ান। গত ১৫ মার্চ কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য বিভাগের লোকজন চম্পাতলী গ্রামে তাৎক্ষনিক ছুটে যান এবং তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে আসেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইনু প্রু রোয়াজা জানান। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষনিক খোজ খবর রাখছেন বলে তিনি নিশ্চিত করেন।
ডাঃ সুইনু প্রু রোয়াজা সিএইচটিমিডিয়াকে বলেন আমরা এই করোনা ভাইরাস রোগ উপজেলা পর্যায়ে নির্ণয়ের জন্য সরকারীভাবে কোন যন্ত্রপাতি পাইনি কিন্তু আমরা সরকারী নির্দেশনা মোতাবেক কার্য্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলার কোথাও কোন বিদেশ ফেরত লোকের খোজ পেলেই আমরা মেডিকেল টিম সেখানে ছুটে যাচ্ছি এবং তাদের করোনা ভাইরাস রোগের ভয়াবহতা সম্বন্ধে জানাচ্ছি এবং সতর্ক করছি। ঘাগড়া এলাকায় যে মেয়েটি চীন দেশ হতে এসেছে তাকে আমরা তার পরিবারের জিম্মায় রেখে এসেছি এবং ১৪ দিন পর্যন্ত ঘরের মধ্য হতে বাহিরে কোথাও না যাওয়ার পরামর্শ প্রদান করেছি এবং স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে বিষয়টি ভাল ভাবে নজর রাখার জন্য অনুরোধ করেছি। যদি মেয়েটির কোন সর্দি কাশি বা জ্বর উপসর্গ দেখা দেয় তা হলে সংগে সংগে আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ কে জানানোর জন্য বলে এসেছি। প্রয়োজনে তাকে আমরা আইইডিসিআরে পাঠানোর ব্যাবস্থা গ্রহন করবো।
তিনি বলেন, যদিও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ বেডের কিন্তু আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি কক্ষ করোনা ভাইরাস রোগীর চিকিৎসার জন্য ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।