সোমবার ● ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » লামায় হাম রোগে ১ শিশুর মৃত্যু : আক্রান্ত ৩৫
লামায় হাম রোগে ১ শিশুর মৃত্যু : আক্রান্ত ৩৫
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম দুতিয়া ম্রো (৭) সে লাইল্যা ¤্রাে পাড়ার বাসিন্দা মেনহাত ম্রো’র ছেলে। এ রোগের প্রাদুর্ভাবে আরও প্রায় ৩৫ নারী-পুরুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। লাইল্যা ম্রো পাড়ার কারবারি লাতুং ম্রো বলেন, গত কয়েকদিন আগ থেকে হঠাৎ পাড়ার প্রতিঘরে ৩-৪ জন করে শিশু, নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের গায়ে গুটি ওঠার পাশাপাশি প্রচুর জ্বর ও সাথে কাশি হয়েছে এবং রোগে আমার নাতি দুতিয়া ম্রো মারা গেছে।
এবিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে আক্রান্ত পাড়ায় স্বাস্থ্য কর্মী পাঠানো হয়েছে। স্বাস্থ্য কর্মীরা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।