মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » নওগাঁয় ৭২জন হোম কোয়ারেন্টাইনে
নওগাঁয় ৭২জন হোম কোয়ারেন্টাইনে
আত্রাই প্রতিনিধি:: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁর আত্রাইয়ের ২৪জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন আখতারুজ্জামান।
এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি জানান, এ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ২৪জনের প্রত্যেকেই বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। এতে আতঙ্কের কিছু নেই। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। ১৪দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নওগাঁ সিভিল সার্জন ডা: এসএম আখতারুজ্জামান জানান, নওগাঁ জেলার আত্রাইয়ে ২৪জন ছাড়াও নওগাঁ সদরে ৯জন, নিয়ামতপুরে ৫জন, ধামইরহাটে ১জন, পতœীতলা ২জন, বদলগাছীতে ১৩জন, মহাদেবপুরে ৮জন, মান্দায় ২জন, সাপাহার উপজেলায় ২২জনও রাণীনগরে ২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত নওগাঁ জেলার ৮৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বলা হয়েছে যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে উন্নত চিকিৎসা দেবেন। তিনি আরো জানান, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি।
আত্রাইয়ে অর্ধ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক
আত্রাই প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে অর্ধকেজি গাঁজাসহ সমজান আলী শাহ (৫০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী সমজান আলী উপজেলার মির্জাপুর গ্রামের মৃত খয়ের আলী শাহ্’র ছেলে।
১৭ মার্চ মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে আত্রাই থানার এস আই মোস্তাফিজুর রহমান ও এএসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের সমজান আলী শাহ্’র বাড়িতে অভিযান চালিয়ে অর্ধ কেজি (৫০০ গ্রাম ) গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।