শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বনভান্তের ৪র্থ পরিনির্বাণ দিবস পালিত
রাঙামাটিতে বনভান্তের ৪র্থ পরিনির্বাণ দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার :: (৩০ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় বিকাল ৪.৩০মিঃ) বৌদ্ধ ধর্মীয় মহা সাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে’র) ৪র্থ ( মৃত্যু বার্ষিকী) পরিনির্বাণ দিবস ৩০ জানুয়ারি রাঙামাটি রাজবন বিহারসহ দেশ ও বিদেশে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে গভির শোক ও ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে । রাঙামাটিতে এই দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
আজ শনিবার ধর্মীয় সভা, সংঘ ও অষ্ট পরিষ্কার দান, বিকালে প্রদীপ প্রজ্জ্বলন ইত্যাদি ধর্মীয় কর্মসুচি পালিত হয়।
ধর্মীয় সভা, সংঘ ও অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনভান্তের অন্যতম শিষ্য নন্দপাল মহাস্থবির প্রমুখ।
এছাড়াও রাঙামাটি রাজবন বিহার ও শাখা বনবিহারগুলোতে ধর্মীয় সভা, বনভান্তের মূর্তিতে পুষ্পমাল্য দান, সংঘ ও অষ্ট পরিষ্কার দান, প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উড়ানোসহ নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১২ সালের ৩০ জানুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে পরিনির্বাণপ্রাপ্ত হন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ধর্মীয় মহা সাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তে।