বুধবার ● ১৮ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » করোনাভাইরাস সন্দেহে ৫ জনকে বান্দরবানে আইসোলেশন ইউনিটে ভর্তি
করোনাভাইরাস সন্দেহে ৫ জনকে বান্দরবানে আইসোলেশন ইউনিটে ভর্তি
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীন প্রবাসী এক নারীসহ পরিবারের মোট ৫ সদস্যকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। বুধবার ১৮ মার্চ দুপুরে সদর উপজেলার ২ নম্বার কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়া থেকে তাদের বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হয় ।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, গতকাল চীনের নাইকং প্রদেশ থেকে বাংলাদেশে এসে বান্দরবানের ঢোকার সময় রেইছা চেকপোষ্টে আমরা জিজ্ঞাসাবাদ করি। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও সে থাকতে পারেনা। ইতিমধ্যে তার পরিবারের সাথে সে মিশেছে। সেজন্য পরিবারের সকল সদস্যসহ মোট ৫ জনকে বৃহত্তর স্বার্থে আমরা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে এসেছি । তাদেরকে এখানে ১৪ দিন রাখা হবে।