শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » গভীর রাতে বিছানায় স্বামীকে কুপিয়ে মাথায় দা ঢুকিয়ে রাখলো স্ত্রী
গভীর রাতে বিছানায় স্বামীকে কুপিয়ে মাথায় দা ঢুকিয়ে রাখলো স্ত্রী
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মাথায় দা ঢুকিয়ে রাখলো স্ত্রী। বুধবার মধ্যরাতে দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। কাঠ ব্যবসায়ী উজ্জল শেখকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করে তার স্ত্রী মাজেদা বেগম। খবর পেয়ে আহত উজ্জলের সন্তান ও প্রতিবেশীরা মাথায় দা ঢোকানো অবস্থায় তাকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত উজ্জল বাহাদুরপুর গ্রামের সাত্তার শেখের ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বৃহস্পতিবার বিকালে জানান, এ ঘটনায় স্ত্রী মাজেদা বেগম ও ছোট ছেলে হৃদয় হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উজ্জল হোসেনের বোন জোসনা খাতুন জানান তার ভায়ের সাথে মাজেদা বেগমের আনুমানিক ২০ বছরের সংসার। বেশ কয়েক বছর উজ্জলের সাথে স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিলো না। প্রায়ই ঝগড়া বিবাদ হতো। দাম্পত্য কলহের জের ধরেই ভাবি মাজেদা খাতুন ভাইকে হত্যা করতে চেয়েছিল বলে আমরা মনে করছি। জোসনা খাতুন আরো জানান, রাত সাড়ে ১২টার দিকে পাশের রুমে ঘুমন্ত অবস্থার দুই সন্তানকে মা মাজেদা বেগম বলে তোর বাবাকে কেউ যেন খুন করেছে। এর পরপরই দুই সন্তান মাথায় দা ঢোকানো অবস্থায় বাবাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় সেখান থেকে তাকে কুষ্টিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, দেবতলা গ্রামে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করার সাথে স্ত্রী মাজেদা বেগম জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও তিনি জানান।
ঝিনাইদহে সাবেক এমপি অপুর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মোড়ে মোড়ে বালতি, মগ, সাবানের ব্যবস্থা
ঝিনাইদহ :: করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু’র উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে বালতি, মগ ও হাতধোয়া সাবান ব্যবহার করার ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের এইস এস এস সড়কে সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর বাসভবনের সামনে থেকে এই বালতি মগ ও হাতধোয়া সাবান স্থাপনরে কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের সুবিধার কথা চিন্তা করে বিশেষ বিশেষ স্থানে বালতি, সাবান ও মগ স্থাপন করা হয়। তারা করোনা ভাইরাস প্রতিরোধে বালতি, সাবান ও মগ বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
ঝিনাইদহে মিছিলে না যাওয়ায় ১০ টাকা কেজি চালের কার্ড বাতিল
ঝিনাইদহ :: দলীয় মিছিলে না যাওয়ায় হতদরিদ্র এক যুবকের ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের দোস্তর আলীর ছেলে দিনমজুর আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন। রাজমিস্ত্রীর যোগালে আশরাফুল জানান, কালীচরণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর ইকবাল হোসেন মিছিলে না যাওয়ায় তার ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিল করে সচ্ছল ব্যক্তিকে দিয়েছেন। বড় কামারকুন্ডু গ্রামে একাধিক সচ্ছল পরিবার এই ১০ টাকা কেজি দরের চালের কার্ডে চাল তুলছে বলে আশরাফুলের অভিযোগ। ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিলের বিষয়টি আশরাফুল স্থানীয় চেয়ারম্যান কৃষ্ণপদ দত্তকে জানালেও কোন প্রতিকার পান নি। তবে ৩ নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বলেছেন, আমি অন্যায় অবিচার কাজ করি না। আগে আশরাফুল চাল পেয়েছে, এখন অন্য আরেকজন অসহায়কে কার্ড করে দিয়েছি। তার পরিবারের কেও ১০ টাকা কেজি দরের চাল পান না বলে ইকবাল হোসেন দাবী করেন। তিনি বলেন, আশরাফুল বিএনপি পরিবারের সন্তান হওয়ায় আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিচ্ছে।
কালীগঞ্জ শহরের ৩ চাল ব্যবসায়ী ও প্রাইভেট পড়ানোর অপরাধে ২শিক্ষককে জরিমানা
ঝিনাইদহ :: চালের মুল্য তালিকা না থাকায় এবং বিক্রি করা চালের ভাউচার না দেখাতে পারায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৩ চাল ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই দিন সকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাইভেট পড়ানোর অপরাধে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার পাল ও নলডাঙ্গা ভূষন নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন আক্তারকে জরিমানা করা হয়েছে। এ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। যে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে শহরের বড় বাজারের সিকদার ট্রেডার্স এর মালিক প্রবীর সিকদারকে ২০ হাজার মেসার্স হরিপদ মৈত্রেয় এর মালিক তম্ময় মৈত্রেয়কে ৫ হাজার, ও মেসার্স হাজী রফি উদ্দিন এর মালিক রফি উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। এসময় কালীগঞ্জ থানার এসআই আমিরূল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকায় হাজী রফি উদ্দিনকে ১ হাজার একং চালবিক্রির মেমো না থাকায় সাথে সাথে বেশি দামে বিক্রি করায় শিকদার ট্রেডার্সকে ২০ হাজার ও মেসার্স হরিপদ মৈত্রেয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে প্রাইভেট পড়ানোর অপরাধে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উত্তম কুমার পালকে ২ হাজার টাকা এবং নাজনীন আক্তারকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
হরিণাকুন্ডুতে চাউলের দাম বেশি নেওয়া ও মুল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ ব্যাবসায়ীকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকু-ুতে চাউলের দাম বেশি নেওয়া ও মুল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার হরিণাকু-ু বাজার এলাকার চাউল ব্যাবসায়ী রতন পাল, অশিত পাল ও আইয়ুব হোসেনের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বেশি দামে চাউল বিক্রয় ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ঝিনাইদহে পৌরসভার মেয়র কর্তৃক করোনা প্রতিরোধে মাস্ক,সাবান ও লিফলেট বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়।সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে মাস্ক,সাবান ও লিফলেট তুলে দেন। এসময় সদর পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।