শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে করোনা মুক্তির জন্য লিফলেট বিতরণ
চাটমোহরে করোনা মুক্তির জন্য লিফলেট বিতরণ
পাবনা জেলা প্রতিনিধি :: মানুষের সুস্থতা কামনার্থে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য পাবনার চাটমোহর পৌর সদরে দোয়া ও নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন ওলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ চত্ত্বরে তারা এ লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ওলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি মুফতী মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ক্বারী আরশাদ আলী, মুফতী জাহিদুল ইসলাম, মুফতী আব্দুল খালেক, মুফতী রেজাউল করিম, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ মোহারম হোসেন প্রমুখ ।
চাটমোহরে ৬ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে
পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ৬ বিদেশ ফেরত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি ভিন্ন ভিন্ন দিনে দেশে ফিরেছেন তারা ।
গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়াইবুর রহমান জানান, উপজেলার ছাইকোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে চীন ফেরত সৈকত আলী (২২), হরিপুর ইউনিয়নের শালমারা গ্রামের মহির উদ্দিনের ছেলে মালয়েশিয়া ফেরত আকরাম হোসেন ওরফে কুড়ান, পাশর্^ডাঙ্গা ইউনিয়নের ছোট গুয়াখাড়া গ্রামের নবীর উদ্দিনের মেয়ে মরিশাস ফেরত সীমা খাতুন, মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পূর্বপাড়ার শামসুল আকন্দের ছেলে সৌদিআরব ফেরত মানিক হোসেন, খড়বাড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী দুবাই ফেরত দেলোয়ারা বেগম ও বাহাদুরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কুয়েত ফেরত জামাল উদ্দিনকে চেক আপ করানোর পর সবাই ভাল থাকলেও ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।