শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট-৪ আসনে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত
বাগেরহাট-৪ আসনে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। এ আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন পৌর সদরের আব্দুল আজিজ মোমোরিয়াল কেন্দ্রে ভোটাধিকার প্রযোগ করে। অপরদিকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সাজন কুমার মিস্তি রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।মোরেলগঞ্জ পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলার মোতালেব ফকির ভাই জোড়া খান আবুবকর ইসলামি একাডেমি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন।৪নং ওয়ার্ডের কাউন্সিল নান্না শেখ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন।
নির্বাচনে করোনার প্রস্তুতি হিসেবে প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে হাত ধোঁয়া সাবান, টিস্যু পেপার, হ্যান্ড স্যানিটাইজার। মহিলা ও পুরুষ ভোটাররা করোনার সচেতনতার জন্য এ গুলো ব্যবহার করে ভোট দিতে বুথে প্রবেশ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিষ্ট্রেট, র্যাব,বিজিপি, পুলিশ নিয়োজিত রয়েছে।
এ নির্বাচনে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার রয়েছেন।
গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।